মানচিত্র
হাটিলা পূর্ব বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন ।
আয়তন
হাটিলা পূর্ব ইউনিয়নের আয়তন ৪,০৬৫ একর।[ ১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাটিলা পূর্ব ইউনিয়নের জনসংখ্যা ২১,৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ১০,০৬০ জন এবং মহিলা ১১,৬০৯ জন। মোট পরিবার ৪,২২৪টি।[ ১]
অবস্থান ও সীমানা
হাজীগঞ্জ উপজেলার পূর্বাংশে হাটিলা পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে হাটিলা পশ্চিম ইউনিয়ন , দক্ষিণে হাজীগঞ্জ পৌরসভা , পূর্বে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন ও কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন এবং উত্তরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন অবস্থিত।
গ্রাম সমূহের নাম
বেলঘর
পদুয়া
রাজাপুরা
লাওকোরা
বলিয়া
হাড়িয়াইন
টঙ্গীরপাড়
নোয়াপাড়া
হাটিলা
গঙ্গানগর
প্রশাসনিক কাঠামো
হাটিলা পূর্ব ইউনিয়ন হাজীগঞ্জ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাজীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাটিলা পূর্ব ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৩%।[ ১]
যোগাযোগ ব্যবস্থা
কচুয়া খাল।
খাল ও নদী
হাট-বাজার
• হাড়িয়াইন আড়ং বাজার।
দর্শনীয় স্থান
উল্লেখযোগ্য ব্যক্তি
জনপ্রতিনিধি
চেয়ারম্যান: মোস্তফা কামাল মজুমদার
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ