মানচিত্র
চরদুঃখিয়া পূর্ব বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন ।
এটি বর্তমানে আলোকিত ১১নং ইউনিয়ন নামে খুবই পরিচিত।
আয়তন
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আয়তন ৪,০৪১ একর।[ ১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের জনসংখ্যা ২৫,০২৪ জন। এর মধ্যে পুরুষ ১১,২৯০ জন এবং মহিলা ১৩,৭৩৪ জন। মোট পরিবার ৫,৬৩২টি।[ ১]
অবস্থান ও সীমানা
ফরিদগঞ্জ উপজেলার সর্ব-দক্ষিণে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন , উত্তরে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন , পূর্বে রূপসা দক্ষিণ ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর পাতা ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফরিদগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৩নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাক্ষরতার হার ৬০%।[ ১]
শিক্ষা প্রতিষ্ঠান
আলোনিয়া উচ্চ বিদ্যালয়
সন্তোষপুর উচ্চ বিদ্যালয়
আলোনিয়া আইডিয়াল একাডেমি
আলোনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
খাল ও নদী
ডাকাতিয়া নদী
হাট-বাজার
গুদারাঘাট বাজার
ইসলামগঞ্জ বাজার
বেড়ীর বাজার
বেপারি বাজার
দর্শনীয় স্থান
জমাদার বাড়ি স্টিল ব্রীজ
জমাদার বাড়ি ঝিল
হজরত সুফি মুসলেহ উদ্দিন এর দরগাহ
বড় দাস বাড়ি
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ