হাইমচর ইউনিয়ন হাইমচর উপজেলার সদর ইউনিয়ন।বেশ কয়েকবার এই এলাকা নদী ভাঙ্গনের শিকারের ফলে বর্তমানে কয়েকটি চর নিয়েই এই ইউনিয়ন গঠিত।এটি এক সময়ের উপজেলার প্রাণকেন্দ্র ছিল এবং সেসময় হাইমচর উপজেলা সদর সাবেক হাইমচর বাজার নিয়ে গঠিত ছিল।
উত্তর চর কোড়ালিয়া সাহেব কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
মধ্য চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
শুল্যকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাইমচর মোল্ল্যা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
মেঘনা নদীর পাশে হওয়ায় এই এলাকায় প্রায়ই নদী ভাঙ্গন হয়। এই এলাকাকে অনেকে নদী ভাঙ্গন ইউনিয়নও বলে থাকে। এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হল নদীপথ। স্থানীয় মানুষ নৌকা বা ছোট স্টিমারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে।
ধর্মীয় উপাসনালয়
হাইমচর ইউনিয়নে ১৫টি মসজিদ ও ১টি ঈদগাহ রয়েছে।
খাল ও নদী
হাট-বাজার
হাইমচর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল চর কোড়ালিয়া সাহেবগঞ্জ বাজার, আনোয়ার গাইনের কান্দি বাজার এবং চর কোড়ালিয়া গরম বাজার।
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
↑"বর্তমান পরিষদ"। chandpur.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২।