হাইমচর ইউনিয়ন

হাইমচর
ইউনিয়ন
৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ
হাইমচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হাইমচর
হাইমচর
হাইমচর বাংলাদেশ-এ অবস্থিত
হাইমচর
হাইমচর
বাংলাদেশে হাইমচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩′৪৩″ উত্তর ৯০°৩৮′১৩″ পূর্ব / ২৩.০৬১৯৪° উত্তর ৯০.৬৩৬৯৪° পূর্ব / 23.06194; 90.63694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাহাইমচর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশাহাদাৎ সরকার
আয়তন
 • মোট১০.৫০ বর্গকিমি (৪.০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,৮০০
 • জনঘনত্ব৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হাইমচর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

হাইমচর ইউনিয়নের আয়তন ৭,৫১২ একর।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইমচর ইউনিয়নের জনসংখ্যা ৭,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩,৭২৭ জন এবং মহিলা ৩,৭৯০ জন। মোট পরিবার ১,৫২৬টি।[]

অবস্থান ও সীমানা

হাইমচর উপজেলার দক্ষিণাংশে হাইমচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে নীলকমল ইউনিয়ন, পূর্বে চর ভৈরবী ইউনিয়ন, দক্ষিণে মেঘনা নদীবরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা গৌরাব্দি ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদীবরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

হাইমচর ইউনিয়ন হাইমচর উপজেলার সদর ইউনিয়ন।বেশ কয়েকবার এই এলাকা নদী ভাঙ্গনের শিকারের ফলে বর্তমানে কয়েকটি চর নিয়েই এই ইউনিয়ন গঠিত।এটি এক সময়ের উপজেলার প্রাণকেন্দ্র ছিল এবং সেসময় হাইমচর উপজেলা সদর সাবেক হাইমচর বাজার নিয়ে গঠিত ছিল।

প্রশাসনিক কাঠামো

হাইমচর ইউনিয়ন হাইমচর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাইমচর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • হাইমচর
  • পূর্বচর কৃষ্ণপুর
  • নলচর
  • পিয়ার আলী সরকার কান্দি
  • জাহির আলি গাজী কান্দি
  • শহীদ কাইয়ুম মালতের কান্দি
  • কিতাব আলী সরকার কান্দি
  • গাজী কান্দি
  • সরকার কান্দি
  • আদর্শ গ্রাম
  • মালের কান্দি
  • মোল্ল্যা কান্দি
  • আনোয়ার গাইনের কান্দি
  • গাজী কান্দি দক্ষিণ

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইমচর ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.৫%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • সাহেবগঞ্জ বাজার আলিম দাখিল মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • হাইমচর এন এম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চর কোড়ালিয়া সাহেব কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শুল্যকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাইমচর মোল্ল্যা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

মেঘনা নদীর পাশে হওয়ায় এই এলাকায় প্রায়ই নদী ভাঙ্গন হয়। এই এলাকাকে অনেকে নদী ভাঙ্গন ইউনিয়নও বলে থাকে। এখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হল নদীপথ। স্থানীয় মানুষ নৌকা বা ছোট স্টিমারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে।

ধর্মীয় উপাসনালয়

হাইমচর ইউনিয়নে ১৫টি মসজিদ ও ১টি ঈদগাহ রয়েছে।

খাল ও নদী

হাট-বাজার

হাইমচর ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল চর কোড়ালিয়া সাহেবগঞ্জ বাজার, আনোয়ার গাইনের কান্দি বাজার এবং চর কোড়ালিয়া গরম বাজার।

দর্শনীয় স্থান

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোঃ জুলফিকার আলী সরকার []

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. "বর্তমান পরিষদ"chandpur.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!