ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সরাসরি সুরমা বাসে করে পালাখাল বাসস্ট্যান্ড এ নামতে হবে অথবা ঢাকা থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর এর আমিরাবাদ থেকে সিএনজি করে পালাখাল বাসস্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দক্ষিন পশ্চিম দিকে ইউনিয়ন টি আপনি পেয়ে যাবেন।
খাল ও নদী
হাট-বাজার
.নন্দনপুর বাজার
.আলিয়ারা বাজার
.তুলপাই বাজার
দর্শনীয় স্থান
১। হযরত দারাশাহ(র) এর মাজার শরিফ। এটি ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামে অবস্থিত।
২। কালা মোস্তফা (র) এর মাজার শরিফ। এটি ইউনিয়নের সহদেবপুর গ্রামে অবস্থিত।
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)