মানচিত্র
কড়ইয়া বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন ।
আয়তন
কড়ইয়া ইউনিয়নের আয়তন ৬,৪৬৬ একর।[ ১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কড়ইয়া ইউনিয়নের জনসংখ্যা ৪৩,২৫৩ জন। এর মধ্যে পুরুষ ২০,৩৫৯ জন এবং মহিলা ২২,৮৯৪ জন। মোট পরিবার ৮,৮২৮টি।[ ১]
অবস্থান ও সীমানা
কচুয়া উপজেলার দক্ষিণাংশে কড়ইয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কচুয়া দক্ষিণ ইউনিয়ন ও কচুয়া পৌরসভা , উত্তর-পশ্চিমে কাদলা ইউনিয়ন , পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন , দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন এবং পূর্বে গোহট দক্ষিণ ইউনিয়ন , গোহট উত্তর ইউনিয়ন ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কড়ইয়া ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কড়ইয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৭%।[ ১]
শিক্ষা প্রতিষ্ঠান
মাদ্রাসা
সাদিপুরা চাঁদপুর নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা
*পূর্ব কালচোঁ জি,এ,দাখিল মাদ্রাসা
হজরত খাদিজাতুল কুবরা রাযি. মহিলা মাদ্রাসা, ডুমুরিয়া
ডুমুরিয়া নূরানী ও হাফেজি কওমি মাদরাসা
মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা
গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা
স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়
মনোহরপুর উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
উত্তর ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬৬ নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
হাট-বাজার
মোট হাট-বাজার ৫ টি- ডুমুরিয়া, শ্রীরামপুর, নলুয়া, আকানিয়া-নাছিরপুর এবং পরানপুর বাজার।
উল্লেখযোগ্য ব্যক্তি
মাওলানা আশ্রাফ আলী
মাওলানা বেলায়েত হোসেন
কবি ও সাংবাদিক হাসান আল মাহমুদ
জনপ্রতিনিধি
মুফিজুল ইসলাম (সাবেক চেয়ারম্যান)
আব্দুল মালেক (সাবেক চেয়ারম্যান)
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ