মানচিত্র
কচুয়া উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন ।
আয়তন
কচুয়া উত্তর ইউনিয়নের আয়তন ৪,১০২ একর।[ ১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৭,২৩৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৭১২ জন এবং মহিলা ১৪,৫২৪ জন। মোট পরিবার ৫,২৬৬টি।[ ১]
অবস্থান ও সীমানা
কচুয়া উপজেলার মধ্যাংশে কচুয়া উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বিতারা ইউনিয়ন , পশ্চিমে পালাখাল মডেল ইউনিয়ন , দক্ষিণে কচুয়া দক্ষিণ ইউনিয়ন , পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ও বরকরই ইউনিয়ন এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন ও গল্লাই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কচুয়া উত্তর ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.২%।[ ১]
শিক্ষা প্রতিষ্ঠান
তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
উজানি উচ্চ বিদ্যালয়
সিংআড্ডা উচ্চ বিদ্যালয়
দর্শনীয় স্থান
সাচার কলাখোপা ভূইয়া পার্ক
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ