উপাদী উত্তর ইউনিয়ন

উপাদী উত্তর
ইউনিয়ন
৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ
উপাদী উত্তর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উপাদী উত্তর
উপাদী উত্তর
উপাদী উত্তর বাংলাদেশ-এ অবস্থিত
উপাদী উত্তর
উপাদী উত্তর
বাংলাদেশে উপাদী উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৮′৩৩″ উত্তর ৯০°৪৩′৫৭″ পূর্ব / ২৩.৩০৯১৭° উত্তর ৯০.৭৩২৫০° পূর্ব / 23.30917; 90.73250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলামতলব দক্ষিণ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট২৩,৯১৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

উপাদী উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

উপাদী উত্তর ইউনিয়নের আয়তন ৪,০৬৫ একর।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উপাদী উত্তর ইউনিয়নের জনসংখ্যা ২৩,৯১৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৬২৬ জন এবং মহিলা ১৩,২৯১ জন। মোট পরিবার ৫,৩১২টি।[]

অবস্থান ও সীমানা

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণাংশে উপাদী উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে উপাদী দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মতলব পৌরসভা, উত্তরে মতলব পৌরসভাখাদেরগাঁও ইউনিয়ন এবং পূর্বে নারায়ণপুর ইউনিয়নহাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উত্তর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

উপাদী উত্তর ইউনিয়ন মতলব দক্ষিণ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী উপাদী উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৯%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

ঘোড়াধারী দাখিল মাদ্রাসা, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ন‌ওগাও রাশেদিয়া ফাযিল মাদ্রাসা। ডিঙ্গা ভাঙ্গা শহীদ জিয়া স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৬৯ নং ন‌ওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়‌ প্রমুখ উল্লেখযোগ্য।

যোগাযোগ ব্যবস্থা

অধিকাংশ জায়গায়ই পাকা রাস্তা। গ্রামের রাস্তায় একমাত্র মাধ্যম হচ্ছে অটোরিকশা, সিএনজি, পায়ে চালিত রিকশা, সাইকেল ও মোটর সাইকেল। তবে উত্তর ডিঙ্গা ভাঙ্গার বেশ কিছু বাড়িতে যাতায়াত ব্যবস্থা খুবই নিন্দনীয়। তারা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে অথবা হাট বাজারে যেতে, বাজার শেষে বাড়ি ফেরার পথে অনেক বিপাকে পড়তে হয়। বর্ষাকালে নৌকা ছাড়া চলা অসম্ভব। যাদের নৌকা আছে, তারা চলতে পারে। আর যাদের নেই, তাদের দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হয়। আর যখন বর্ষা শুরু হয় বা শেষ দিকে নৌকা চালানো অসম্ভব। তখন যাদের নৌকা আছে, তাদের‌ও পড়তে হয় মহা দুর্বিষহে। তখন না নৌকা চলে, আর না খাল পাড়াবারের কোন পুল থাকে। বরংচ শীত, হেমন্ত, বসন্তে যেই বাঁশের সাঁকো তৈরি করা হয়, গ্রীষ্ম, শরতে সাঁকোর উপর হাঁটু জল পানি থাকে। আর বর্ষাকালে তো সাঁকোর উপর নৌকো চলে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট ৫ নং উত্তর উপাদী ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের পক্ষে জনপ্রতিনিধির সবিনয় নিবেদন এইযে, ডিজিটাল বাংলাদেশের আধুনিকতার ধুম্রজালে আজো আমার এলাকা আধুনিক গ্রাম বাংলায় রূপান্তর হতে পারেনি। অত‌এব, মহাশয়ার নিকট আমার আকুল আবেদন এই যে, আমার নির্বাচনী এলাকাকে পর্যাপ্ত রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের অগ্রযাত্রায় একটি আধুনিক বাংলা কলেজ এবং সাধারণ হত দরিদ্র পরিবারের সদস্যদের ফ্রি চিকিৎসার লক্ষ্যে অন্তত ৩০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক সরকারি হাসপাতাল স্হাপন করতে এলাকাবাসীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে দুই ছত্রে:- উন্নয়নের প্রটোকলে; শেখ হাসিনার বাংলাদেশে, ডিঙ্গাভাঙ্গার উন্নয়ন বলে; আধুনিকতায়ন নির্বিশেষে। নিবেদক পক্ষে জনপ্রতিনিধি মোঃ শহিদুল্লাহ প্রধানীয়া। চেয়ারম্যান, ৫ নং উঃ উপাদী ইউনিয়ন পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

খাল ও নদী

জমজম খাল ও বঙ্গবন্ধু বিল, উঃ ডিঙ্গা ভাঙ্গা, আড়ং বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর।

হাট-বাজার

শহীদ জিয়ার নামানুসারে জিয়ার বাজার, বাংলা বাজার, ডিঙ্গা ভাঙ্গা ঈদগাহ মার্কেট, ন‌ওগা আড়ং বাজার, বহরী আড়ং বাজার।

দর্শনীয় স্থান

জমজম খাল

উল্লেখযোগ্য ব্যক্তি

মোঃ লিয়াকত আলী প্রধানীয়া, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখা। মোঃ নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, ৫নং উঃ উপাদী ইউনিয়ন পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর। মোঃ শহিদুল্লাহ প্রধানীয়া, চেয়ারম্যান, ৫ নং উঃ উপাদী ইউনিয়ন পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

জনপ্রতিনিধি

মোঃ শহিদুল্লাহ প্রধানীয়া, চেয়ারম্যান, ৫ নং উঃ উপাদী ইউনিয়ন পরিষদ। পূর্বসূরী:- মোঃ নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!