বাকিলা ইউনিয়ন

বাকিলা
ইউনিয়ন
২নং বাকিলা ইউনিয়ন পরিষদ
বাকিলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বাকিলা
বাকিলা
বাকিলা বাংলাদেশ-এ অবস্থিত
বাকিলা
বাকিলা
বাংলাদেশে বাকিলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৫′০″ উত্তর ৯০°৪৬′৫১″ পূর্ব / ২৩.২৫০০০° উত্তর ৯০.৭৮০৮৩° পূর্ব / 23.25000; 90.78083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাহাজীগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট২৬,০০৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬১০৫৩৪৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বাকিলা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

বাকিলা ইউনিয়নের আয়তন ৩,৭৬২ একর।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাকিলা ইউনিয়নের জনসংখ্যা ২৬,০০৬ জন। এর মধ্যে পুরুষ ১২,২৩০ জন এবং মহিলা ১৩,৭৭৬ জন। মোট পরিবার ৫,৪১০টি।[]

অবস্থান ও সীমানা

হাজীগঞ্জ উপজেলার পশ্চিমাংশে বাকিলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে রাজারগাঁও উত্তর ইউনিয়নদ্বাদশ গ্রাম ইউনিয়ন, পূর্বে কালচোঁ দক্ষিণ ইউনিয়নহাজীগঞ্জ সদর ইউনিয়ন, দক্ষিণে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন এবং পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

বাকিলা ইউনিয়ন এক সময় হাজীগঞ্জ উপজেলাধীন বৃহত্তর রাজারগাঁও ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে বৃহত্তর রাজারগাঁও ইউনিয়ন রাজারগাঁও উত্তররাজারগাঁও দক্ষিণ নামে দুইটি ইউনিয়নে বিভক্ত হয়। বিভক্ত রাজারগাঁও দক্ষিণ ইউনিয়নে রাজারগাঁও নামে কোন গ্রাম বা এলাকা না থাকায় এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় এ ইউনিয়নের বাকিলা বাজারে অবস্থিত হওয়ায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এ ইউনিয়নের নাম পরিবর্তন করে ২নং বাকিলা ইউনিয়ন রাখা হয়।

প্রশাসনিক কাঠামো

বাকিলা ইউনিয়ন হাজীগঞ্জ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাজীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাকিলা ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.৭%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম ফুলছোঁয়া, ফুলছোঁয়া, বাকিলা, হাজীগঞ্জ-চাঁদপুর। বাখরপাড়া মডেল মাদ্রাসা, বাখরপাড়া ঈদগা বাজার, লোধপাড়া, হাজীগঞ্জ, চাঁদপুর।

আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল, টেকের বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর।

যোগাযোগ ব্যবস্থা

খাল ও নদী

হাট-বাজার

দর্শনীয় স্থান

উল্লেখযোগ্য ব্যক্তি

শাইখুল হাদীস আল্লামা মুফতী আবু সাঈদ সাহেব দা.বা. পীর সাহেব, ফুলছোঁয়া, বাকিলা, হাজীগঞ্জ-চাঁদপুর।

জনপ্রতিনিধি

অ্যাডভোকেট আবু জাফর, জনাব শামসুল হক, জনাব মুসলিম মিজি, জনাব নজরুল ইসলাম নজু, জনাব আবু নাফের শাহ, জনাব মিজানুর রহমান, জনাব মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, জনাব আবুল বাশার, জনাব রবিউল ইসলাম অরুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!