বাকিলা ইউনিয়ন এক সময় হাজীগঞ্জ উপজেলাধীন বৃহত্তর রাজারগাঁও ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে বৃহত্তর রাজারগাঁও ইউনিয়ন রাজারগাঁও উত্তর ও রাজারগাঁও দক্ষিণ নামে দুইটি ইউনিয়নে বিভক্ত হয়। বিভক্ত রাজারগাঁও দক্ষিণ ইউনিয়নে রাজারগাঁও নামে কোন গ্রাম বা এলাকা না থাকায় এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় এ ইউনিয়নের বাকিলা বাজারে অবস্থিত হওয়ায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এ ইউনিয়নের নাম পরিবর্তন করে ২নং বাকিলা ইউনিয়ন রাখা হয়।
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)