৫নং গুপ্টি (পূর্ব ) ইউনিয়ন পরিষদ যোগাযোগ ব্যবস্থাঃ চাঁদপুর জেলা সদর থেকে বেড়ি বাঁধ সড়কে সি. এন.জি/ অটোরিক্সা যোগে গল্লাক বাজার আসতে হবে। গল্লাক বাজারের মধ্য স্থলে ইউপি ভবনটি অবস্থিত। অথবা হাজিগঞ্জ- রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে ফকির বাজার নামতে হবে। ফকির বাজার থেকে রিক্সা/সি. এন.জি যোগে পরিষদে আসা যাবে।
ফরিদগঞ্জ উপজেলা হতে সি.এন.জি/ অটোরিক্সা যোগে রুপসা, খাজুরিয়া ও আষ্টা বাজার হয়ে গল্লাক বাজারে অবস্থিত ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদে আসা যাবে।[২]
আর গুপ্টি গ্রামের কয়েকটি প্রবেশমুখ রয়েছে। পশ্চিমে খাজুরিয়া বাজার, পূর্বে কাটাখালী/রামগঞ্জ, উত্তরে গল্লাক বাজার হয় যেকোনদিক থেকে গুপ্টি গ্রামে প্রবেশ করা যায়।
খাল ও নদী
হাট-বাজার
গুপ্টি বাজারঃ প্রতিদিন সকালে এ বাজারে হাট বসে।
দর্শনীয় স্থান
উল্লেখযোগ্য ব্যক্তি
জনপ্রতিনিধি
৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মো. শাহজাহান পাটোয়ারী বর্তমানে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।[৩] তিনি ২০২২ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়লাভ করেন।
পাশাপাশি ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শহিদুল্লাহ এবং মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন লিপিঁ পাল।[৪]
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)