আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের আয়তন ৪,৭৩০ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,২৬৯ জন এবং মহিলা ১৭,৫২৫ জন। মোট পরিবার ৭,৮২১টি।[১]
১৯৫৯ সালের পূর্বে ১৩টি মৌজার সমন্বয়ে গঠিত ছিল আলগী দুর্গাপুর ইউনিয়ন। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারীর পর ৭টি মৌজা নিয়ে ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন এবং বাকি ৬টি মৌজা নিয়ে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৮%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে সড়ক ও নৌ উভয় পথে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে ১৭টি মসজিদ, ৬টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
হাট-বাজার
আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল আলগী বাজার, জনতা বাজার, হাওলাদার বাজার, তেলীর মোড় বাজার, কাঠাখালী বাজার এবং চরভাঙ্গা বাজার।
↑ কখগ"ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য"(পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)