দেবদাস বিশ্বাস খোকন


দেবদাস বিশ্বাস খোকন
স্থানীয় নাম
দেবদাস বিশ্বাস খোকন
ডাকনামখোকন
জন্মকাঁসারিপট্টি, ঝালকাঠি
সেবা/শাখা মুক্তি বাহিনী
যুদ্ধ/সংগ্রামচাচৈর হামলা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
পুরস্কার বীর প্রতীক (১৯৭১)
অন্য কাজচাকুরীজীবি, জরিপকারী

দেবদাস বিশ্বাস খোকন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সক্রিয় মুক্তিযোদ্ধাবীর প্রতীক[] রণাঙ্গনে তিনি নয় নম্বর সেক্টরে বরিশালের বিভিন্ন অঞ্চলে সম্মুখসমরে অংশ নেন। চাচৈর যুদ্ধে ১৭ শত্রু সেনা হত্যা মুক্তিযুদ্ধে তার সেরা অবদান। ১৯৭৩ সাল থেকে দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর ২০১৪ সালের ২৪ আগস্ট তাকে খুঁজে পাওয়া যায়। খোকন বিশ্বাস নামে পরিচিত ঝালকাঠি জেলার আদিবাদি তিনি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্থায়ীভাবে বাস করেন।[]

মুক্তিযুদ্ধে অবদান

দেবদাস বিশ্বাস মুক্তিযুদ্ধে অংশ নিতে প্রশিক্ষণের জন্য ১৯৭১ সালের মে মাসে ভারতে চলে যান। রণাঙ্গনে তিনি মেজর শাহজাহান ওমরের অধিনায়কত্বে নয় নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তার মূল যুদ্ধক্ষেত্র ছিল বরিশাল জেলা। নথুল্লাবাদ, বাকেরগঞ্জ, ঝাঁপখালী, রাজাপুর, বাবুগঞ্জ, চাচৈর প্রভৃতি স্থানে তিনি সম্মুখসমরে লড়েছেন। চাচৈর যুদ্ধে দেবদাস ও তার মুক্তিযোদ্ধা দল প্রায় এক শ পাকিস্তানি সেনা ও রাজাকার নিধন করেন।[] এ যুদ্ধে তিনি একাই ১৭ জন শত্রু সেনাকে হত্যা করেন।[]

ব্যক্তিগত জীবন

দেবদাস বিশ্বাসের পৈতৃকভিটা ঝালকাঠি জেলার কাঁসারিপট্টিতে।[] তিনি তার বাবা ক্ষুদ্র স্বর্নশিল্পী যতীন্দ্র চন্দ্র বিশ্বাস ও মা ননীবালা বিশ্বাসের ৩ ছেলে ৭ কন্যার অন্যতম সন্তান। মুক্তিযুদ্ধের আগে তিনি হাবিব ব্যাংকের ঝালকাঠি শাখায় কাজ করতেন।[] মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সাল থেকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাদারাদ পূর্বপাড়া এলাকায় স্থায়ী হন। ব্যক্তিগত জীবনে দুইকন্যার জনক খোকন চাকুরি থেকে অবসর নিয়ে জরিপের কাজ করেন।[]

তথ্যসূত্র

  1. খান, এম. আব্দুল্লাহ আল মামুন (২০১৬-১২-১১)। "মুক্তিযুদ্ধ গবেষণার পথিকৃৎ অধ্যাপক বিমল কান্তির গল্প"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৮-০৫-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫ 
  2. সজল, নিয়ামুল কবীর (২০১৪-০৯-০৫)। "নিরুদ্দিষ্ট বীরপ্রতীকের খোঁজ"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫ 
  3. পাল, রবীন্দ্র নাথ (২০১৪-০৯-০৩)। "মুক্তিযুদ্ধের বীরপ্রতীক দেবদাস বিশ্বাসের সন্ধান লাভ"ইউনাইটেডনিউজ২৪ ডট কম। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১৫ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!