২০১৯–২০ বিপিএল মৌসুম বা ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, (বিপিএল ৭ বা বঙ্গবন্ধু বিপিএল হিসাবেও পরিচিত) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সপ্তম আসর এবং একটি শীর্ষ পর্যায়ের টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ ডিসেম্বর ২০১৯ থেকে এ প্রতিযোগিতাটি শুরু হয়েছে।[১][২]কুমিল্লা ভিক্টোরিয়ানস হচ্ছে বিগত মৌসুমের চ্যাম্পিয়ান।[৩]
এই মৌসুমের প্রতিযোগিতাটি ৬ ডিসেম্বর ২০১৯ শুরু হবে এবং ৪ ডিসেম্বর ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনটাই নির্ধারিত ছিল।[৪] কিন্তু পরবর্তীতে ৫ ডিসেম্বর প্রতিযোগিতাটি শুরুর দিন ঘোষণা করা হয়। ৩৮ দিনের দীর্ঘ প্রতিযোগিতার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি ২০২০।[৫] অতঃপর আবারো ঘোষণা হয়, যে প্রতিযোগিতাটি ৫দিন পিছিয়ে শুরু হচ্ছে এবং যার তারিখ নির্ধারিত হয়েছে ১১ ডিসেম্বর ২০১৯ এবং শেষ হবে ১৭ জানুয়ারি ২০২০। উদ্বোধনী অনুষ্ঠানগুলো হবে ৮ ডিসেম্বর ২০১৯[৬]
চিটাগাং ভাইকিংস এর ফ্রাঞ্চাইজ মালিকানা ব্রিক্রি হওয়ায় এবারের আসরে দলটি অংশগ্রহণ করবে না,[৭] এবং আরো দুটি নতুন দলের আগমন ঘটবে।[৭][৮] সর্বমোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। খেলোয়াড়দের পুন খসড়া তালিকা তৈরী করার পূর্ব পর্যন্ত পূর্ব-স্বাক্ষরিত সকল খেলোয়াড়দের চুক্তিপত্রও বাতিল করা হয়েছে।[৯] যদিও পরে উক্ত ধারণাকে বাতিল করা হয়, খেলায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে ৭-এ আনা হয়, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নিয়ম পরিবর্তন করায় চিটাগাং ভাইকিংস আবারো খেলায় ফিরে আসছে।[১০]
নিয়মের পরিবর্তন
১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে চলমান বিপিএল প্রতিযোগিতার নিয়মকানুন পরিবর্তনের বিষয়ে অবহিত করেন। প্রতিযোগিতায় অর্জিত লভ্যাংশ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্রাঞ্চাইজদের মধ্যে বিরোধ দেখা দিলে উক্ত সংবাদ সম্মলেনর আয়োজন করা হয় এবং সিদ্ধান্ত নেয়া হয় যে, বিসিবি এখন থেকে প্রতিযোগিতাটি কোন ধরনের ফ্রাঞ্চাইজ ছাড়াই পরিচালনা করবে, খেলোয়াড়দের যাতায়াত ও থাকার ব্যবস্থা বিসিবি থেকেই বরাদ্দ দেয়া হবে। সেই সাথে প্রতিযোগিতাটি ২০২০ সালে বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীতে তার নামে উৎর্গীত হবে এবং প্রতিযোগিতাটি পরবর্তীতে বঙ্গবন্ধু বিপিএল নামে পরিচিত হবে। দলগুলোর নাম পূর্বে মতোই থাকবে শুধুমাত্র দায়ভার ও পরিচালনার ভার থাকবে বিসিবির কাছে।[১০][১১][১২][১৩]
খেলোয়াড়দের খসড়া ১২ নভেম্বর ২০১৯-এ শুরুর জন্য নির্ধারিত ছিল।[১৪] যেহেতু প্রতিযোগিতাটি শুরু হতে ৫ দিন পিছিয়েছে, তাই খেলোয়াড়দের খসড়া অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ৭টি দলের মধ্যে ৫টি দলই পরিচালিত হবে প্রাইভেট কর্পোরেট ফার্ম কর্তৃক এবং বাকী দুটি দল পরিচালিত হবে বিসিবি কর্তৃক।[৬]
১৬ নভেম্বর ২০১৯, বিপিএল পরিচালনা পর্ষদ বিপিএল মৌসুমের লোগো উন্মোচন করে এবং সেই সাথে অংশগ্রহণকারী ৭টি দলের নাম ঘোষণা করে। খেলোয়াড়দের খসড়া পূর্বেই নির্ধারিত ছিল।[১৫][১৬]
খুলনা টাইগার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় কনিষ্ঠ (২১ বছর, ১১৪ দিন) বাংলাদেশী খেলোয়াড় হিসাবে বিপিএল-এ শতরান করেন এবং বিপিএলের ইতিহাসে শতরানের অধিকারী পঞ্চম বাংলাদেশী খেলোয়াড়[২৩] এবং এবারের আসরে প্রথম শতরান অর্জনকারী বাংলাদেশী খেলোয়াড়।[২৪]
বিপিএল-এর ইতিহাসে এটিই হচ্ছে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।[২৫]