ওয়াহাব রিয়াজ (পাঞ্জাবি, উর্দু: وہاب ریاض) হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি বা-হাতি ফাস্ট বোলার এবং ডান হাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত। রিয়াজ লাহোরের এইটসান কলেজের সাবেক ছাত্র। তিনি প্রায়শই ৯২ মাইল প্রতি ঘণ্টা (১৪৮ কিমি/ঘ) গতিতে বল করতে পারেন এবং ৯৫ থেকে ৯৬ মাইল প্রতি ঘণ্টা (১৫৩ থেকে ১৫৪ কিমি/ঘ) বল করে থাকেন।[১]
খেলোয়াড়ী জীবন
ওয়াহাব রিয়াজের ২০১০ সালের সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নামে এবং ওয়াহাব ৬৩ রান খরচ করে ৫ উইকেট লাভ করেন। পাকিস্তানের প্রথম ইনিংসে ওয়াহাব ৩ নং ব্যাটিং করতে নেমে ২৭ রান করেন।[২]
১ মার্চ, ২০১৫ তারিখে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের কোন খেলায় রিয়াজ অর্ধ-শতকসহ ৪ উইকেট লাভ করেন।[৩] খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
শুরুতে আসিফ আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ দলের সদস্য ছিলেন না। পরবর্তীতে চূড়ান্ত দলে তারা আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খানের পরিবর্তে অন্তর্ভূক্ত হন।
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!