তিনি ১৫ এপ্রিল ২০১৭ এ ২০১৬–১৭ আঞ্চলিক চার দিনের প্রতিযোগিতায় গায়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন।[২] তিনি ৩১ জানুয়ারি ২০১৮ এ ২০১৭–১৮ আঞ্চলিক সুপার৫০- এ গায়ানার হয়ে তাঁর লিস্ট এ ক্রিকেটে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন[৩]
জুন ২০১৮ সালে, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের জন্য তাকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি দলের দলে জায়গা দেওয়া হয়েছিল । [৪] তিনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি দলের হয়ে আট ম্যাচে ২৩০ রান নিয়ে টুর্নামেন্টে শীর্ষ রান সংগ্রহকারী ছিলেন।[৫]
২০১৯ সালের জুনে, ২০১৯ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা টুর্নামেন্টে তিনি এডমনটন রয়্যালস ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে নির্বাচিত হয়েছিলেন।[১০] ২০১৯ সালের নভেম্বরে, তিনি ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগেসিলেট থান্ডার হয়ে খেলতে নির্বাচিত হয়েছিলেন।[১১]
আন্তর্জাতিক ক্যারিয়ার
অক্টোবরে ২০১৮ সালে, ভারতের বিপক্ষে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি20আই) দলে তাকে নাম দেওয়া হয়েছিল, তবে তিনি খেলেননি। [১২] ২০১৮ সালের ডিসেম্বরে, আবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য। [১৩] ২২ ডিসেম্বর ২০১৮ এ ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। [১৪]