রিংকু সিং

রিংকু সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রিংকু খানচাঁদ সিং
জন্ম (1997-10-12) ১২ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৭)
আলিগড়, উত্তর প্রদেশ, ভারত
ব্যাটিংয়ের ধরনবাঁহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪-বর্তমানউত্তর প্রদেশ
২০১৭কিংস ইলেভেন পাঞ্জাব
২০১৮-বর্তমানকলকাতা নাইট রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ২৬ ৩০ ৫৩
রানের সংখ্যা ১,৯৫৭ ৯২৪ ৭৬৩
ব্যাটিং গড় ৬৩.১২ ৪২.০০ ২০.৬২
১০০/৫০ ৫/১২ ০/৭ ০/৩
সর্বোচ্চ রান ১৬৩* ৯১* ৫৬*
বল করেছে ২৮২ ১৯৮ ৪২
উইকেট
বোলিং গড় ৩০.০০ ১৭.৪২ ৪৫.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - প্রযোজ্য নয় প্রযোজ্য নয়
সেরা বোলিং ২/১১ ২/২৬ ২/৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২২/- ১৪/- ২৮/-
উৎস: Cricinfo, ২৭ জানুয়ারি, ২০২০

রিংকু সিং (জন্মঃ ১২ অক্টোবর, ১৯৯৭) হলেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং খন্ডকালীন ডানহাতি অফ ব্রেক বোলার। তিনি অনূর্ধ্ব -১৬, অনূর্ধ্ব -১৯ এবং অনূর্ধ্ব -২৩ স্তরে উত্তর প্রদেশ এবং অনূর্ধ্ব -১৯ স্তরে কেন্দ্রীয় অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছিলেন।[] তিনি মার্চ, ২০১৪তে ১৬ বছর বয়সে উত্তর প্রদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন এবং ৮৩ রানের একটি ইনিংস খেলেন যা ছিল সেই ম্যাচের একক কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।[] ৫ নভেম্বর, ২০১৬ তারিখে ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়।

ফেব্রুয়ারি, ২০১৭তে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে ১০ লাখ টাকায় ২০১৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য কিনে নেয়।[] জানুয়ারী, ২০১৮তে আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয়।[] ২০১৮-১৯ রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে ৯ ম্যাচে ৮০৩ রান করে তিনি উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[] ১০ ম্যাচে ৯৫৩ রান করে তিনি টুর্নামেন্ট শেষ করেন।[]

বিনা অনুমতিতে আবুধাবির রমজান টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ২০১৯ সালের ৩০মে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সিংয়ের উপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করে।[]

তথ্যসূত্র

  1. "Teams Rinku Singh played for"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৫ 
  2. "Central Zone: Uttar Pradesh v Vidarbha at Jaipur, Mar 5, 2014"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৫ 
  3. "List of players sold and unsold at IPL auction 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "List of sold and unsold players"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  5. "From irresistible Rajasthan to inconsistent Karnataka"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৯ 
  6. "Ranji Trophy, 2018/19 - Uttar Pradesh: Batting and bowling averages"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  7. "BCCI suspends Rinku Singh for taking part in Abu Dhabi T20 tournament"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!