দুর্বার রাজশাহী

দুর্বার রাজশাহী
কর্মীবৃন্দ
মালিকভ্যালেন্টাইন গ্রুপ (২০২৪-২৫)
দলের তথ্য
শহররাজশাহী, বাংলাদেশ
প্রতিষ্ঠা২০১২: দুরন্ত রাজশাহী
২০১৬: রাজশাহী কিংস
২০১৯-২০: রাজশাহী রয়্যালস
২০২৪-২৫: দুর্বার রাজশাহী
স্বাগতিক মাঠশহীদ কামরুজ্জামান স্টেডিয়াম (ধারণ ক্ষমতা: ১৫,০০০)
ইতিহাস
বিপিএল জয়১ (২০২০)
দাপ্তরিক ওয়েবসাইটdurbarrajshahi.com

দুর্বার রাজশাহী[] হল একটি বাংলাদেশী ফ্র্যাঞ্চাইজি টুয়েন্টি২০ ক্রিকেট দল। এটি বাংলাদেশের রাজশাহী ভিত্তিক একটি ক্রিকেট দল, যা টুয়েন্টি২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে।

ফ্র্যঞ্চাইজিটি বিপিএল-এর ২০২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে তাদের প্রথম ও একমাত্র শিরোপা অর্জন করেছিল।[] ২০২৪ সালে দলটি ভ্যালেন্টাইন গ্রুপ দ্বারা অধিগ্রহণ করা হয় এবং ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রস্থানের পর দলটির নাম দুর্বার রাজশাহী রাখা হয়।

ইতিহাস

বিপিএল-এর প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিটি দুরন্ত রাজশাহী নামে অংশগ্রহণ করে।[] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এর সাবেক সভাপতি শামীম আহসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে রাজশাহী দলের মালিকানা ক্রয় করেন। সেপ্টেম্বর ২০১৬ সালে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আবেদন করে। রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।

২০১২ বিপিএল

২০১২ বিপিএলে পরাজয় দিয়ে শুরু করে দুরন্ত রাজশাহী।[] ১০ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম খেলায় চিটাগাং কিংসের দেওয়া ২০৭ রানের টর্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ১১ ফেব্রুয়ারি, বিপিএলে দ্বিতীয় খেলায় বরিশাল বার্নার্সের বিপক্ষে ২২ রানে হেরে যায় রাজশাহী। তৃতীয় খেলা থেকে জয়ের ধারায় ফেরে রাজশাহী। ১৪ ফেব্রুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে ১৬ রানে জয় লাভ করে তারা। এরপর খুলনা, ঢাকা, চিটাগাং এবং বরিশালের বিপক্ষে টানা পাঁচ খেলায় জয় লাভ করে রাজশাহী। ২৪ ফেব্রুয়ারি, সিলেটের বিপক্ষে ৯ উইকেটে পরাজয়, ২৬ ফেব্রুয়ারি, খুলনার বিপক্ষে ৮ উইকেটের জয় এবং ২৭ ফেব্রুয়ারি, ঢাকার বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে ১ম পর্ব শেষ করে রাজশাহী। সেমি ফাইনালে বরিশাল বার্নার্সকে ১৮৫ রানের টার্গেট দিয়েও আহমেদ শেহজাদের অপরাজিত ১১৩ রানের ইনিংসে ৮ উইকেটে পরাজিত হয় রাজশাহী। এতে করে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় তাদের।

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

অর্জন

  • ২০১৬ সালে বিপিএল এর চতুর্থ আসরে তারা রানার-আপ হয়।
  • ২০১৯-২০ মৌসুমে বিপিএল এর সপ্তম আসরে তারা চ্যাম্পিয়ন হয়।

তথ্যসূত্র

  1. "বিপিএলে এবার কারা কোন দলে"দ্য ডেইলি স্টার। ২০২৪-১০-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৯ 
  2. "চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস"একুশে টেলিভিশন। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৯ 
  3. "দুরন্ত রাজশাহীর লোগো উন্মোচন"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২ 
  4. "দুরন্ত রাজশাহীর লোগো উন্মোচন"বিডিনিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!