২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা ডায়নামাইটস
১৯৯/৩ ১৮২/৯
২০ ওভার ২০ ওভার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী
তারিখ৮ ফেব্রুয়ারি ২০১৯
মাঠশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ম্যাচসেরাবাংলাদেশ তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
আম্পায়ারশ্রীলঙ্কা র‌্যানমোর মার্টিনেজ
ইংল্যান্ড অ্যালেক্স ওয়ার্ফ

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল হচ্ছে দিন/রাতে অনুষ্ঠিত টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ, যেটি ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই খেলার মাধ্যমে ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিজয়ী দল নির্ধারিত হয়॥[][][][] ফাইনালে, ঢাকা ডাইনামাইটসকে ১৭ রানে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় শিরোপা লাভ করে।[] ফাইনালে ১৪১ রান করে তামিম ইকবাল ম্যাচসেরার পুরস্কার পান। ৫৫৮ রান করে রাইলি রুশো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। সাকিব আল হাসান ২২ উইকেট নিয়ে উইকেট শিকারে শীর্ষ হন এবং আলরাউন্ডারের নৈপুণ্যে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন।[]

ফাইনালে যাওয়ার পথ

লিগ পর্যায়

প্লে-অফ

সেমি-ফাইনালপ্রিলিমিনারি ফাইনালফাইনাল
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা৮ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
রংপুর রাইডার্স১৬৫/৫ (২০ ওভার)কুমিল্লা ভিক্টোরিয়ান্স১৯৯/৩ (২০ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স১৬৬/২ (১৮.৫ ওভার)৬ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকাঢাকা ডায়নামাইটস১৮২/৯ (২০ ওভার)
রংপুর রাইডার্স১৪২ (১৯.৪ ওভার)
৪ ফেব্রুয়ারি ২০১৯ — শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকাঢাকা ডায়নামাইটস১৪৭/৫ (১৬.৪ ওভার)
চিটাগাং ভাইকিংস১৩৫/৮ (২০ ওভার)
ঢাকা ডায়নামাইটস১৩৬/৪ (১৬.৪ ওভার)

এলিমিনেটর

৪ ফেব্রুয়ারি ২০১৯
১৩:৩০
স্কোরকার্ড
চিটাগাং ভাইকিংস
১৩৫/৮ (২০ ওভার)
ঢাকা ডায়নামাইটস
১৩৬/৪ (১৬.৪ ওভার)
উপুল থারাঙ্গা ৫১ (৪৩)
খালেদ আহমেদ ৩/২০ (৪ ওভার)
  • চিটাগাং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

কোয়ালিফায়ার

কোয়ালিফায়ার ১
৪ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রংপুর রাইডার্স
১৬৫/৫ (২০ ওভার)
বেনি হাওয়েল ৫৩* (২৮)
সঞ্জিত সাহা ১/১৪ (৪ ওভার)
  • রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
কোয়ালিফায়ার ২
৬ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রংপুর রাইডার্স
১৪২ (১৯.৪ ওভার)
ঢাকা ডায়নামাইটস
১৪৭/৫ (১৬.৪ ওভার)
রবি বোপারা ৪৯ (৪৩)
রুবেল হোসেন ৪/২৩ (৩.৪ ওভার)
  • ঢাকা ডায়নামাইটস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

পটভূমি

ফাইনাল ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ঢাকা ডায়নামাইটস এর মধ্যে অনুষ্ঠিত হয়। কোয়ালিফায়ার ১ এ রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মধ্যকার ম্যাচে জয়লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস সরাসরি ফাইনালে যায়। ঢাকা ডায়নামাইটস কোয়ালিফায়ার ২ এ রংপুর রাইডার্স কে হারিয়ে ফাইনালে উঠে।

প্রতিবেদন

সারাংশ

তথ্যসূত্র

  1. "Bangladesh Premier League matches schedule 2018–19"Cricbuzz 
  2. "Bangladesh Premier League matches schedule 2018–19"Pakistan Super League। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. "Bangladesh Premier League to start from Jan 6"দ্য ডেইলি স্টার (Bangladesh)। ২৬ নভেম্বর ২০১৮। 
  4. "Steve Smith to play in BPL"The Dawn। ২৯ নভেম্বর ২০১৮। 
  5. ইকবাল, নাইর। "তামিমের কুমিল্লার কাছেই বিপিএলের শিরোপা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "ফাইনালে কে কী পুরস্কার পেলো?"somoynews.tv। ৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!