২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ২০১৩ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২য় আসর। ২০১২ সালে বিসিবি প্রথমবারের মত বিপিএল আয়োজন করে। ২০১৩ সালের ১৭ জানুয়ারি হয় উদ্বোধনী অনুষ্ঠান।[১] টুর্নামেন্টটি ১৮ জানুয়ারি ২০১৩ তে শুরু হয় এবং শেষ হয় ১৯ ফেব্রুয়ারি তে। এই টুনামেন্টে ৭টি দল অংশগ্রহণ করে। সপ্তম দলটি হচ্ছে রংপুর রাইডার্স।[২] ফাইনালে চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়।[৩][৪]
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট বিপিএল ২০১৩-এর উদ্বোধন ঘোষণা করেন।[৫] তার আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহার বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুনা লায়লা, মমতাজ, জেমস, আতিফ আসলাম। এছাড়া সাত ফ্র্যাঞ্চাইজির সাতটি বিভাগকে প্রতিনিধিত্ব করে সাতটি গান ও সঙ্গে আঞ্চলিক নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও শ্রীলঙ্কান নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ নৃত্য পরিবেশন করেন।[৬] অনুষ্ঠানে ‘ম্যাজিক শো’ দেখানো হয়। আতশবাজির মধ্য দিয়ে বিপিএল ২০১৩ এর উদ্বোধনী শেষ করা হয়।
বিপিএল ২০১৩ মোট ৩টি মাঠে অনুষ্ঠিত হয়। এবারই প্রথমবারের মত শেখ আবু নাসের স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট ৪৬টি ম্যাচের মধ্যে ২৮টি ম্যাচ হয় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে, ১০টি এম এ আজিজ স্টেডিয়ামে এবং ৮টি শেখ আবু নাসের স্টেডিয়ামে।
সর্বশেষ হালনাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৩[৭]
নোট:
নিম্নলিখিত টেবিলটি এই আসরের দলীয় সর্বোচ্চ রানের তালিকা (পাঁচটি)।
সর্বশেষ হালনাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৩[৯]
নিম্নলিখিত টেবিলটি এই আসরের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকা।
সর্বশেষ হালনাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৩[১০]
নিম্নলিখিত টেবিলটি এই আসরের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকা।[১১]
সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন ১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান করা শামসুর রহমান শুভ।[১২]