নগেন শইকীয়া (ইংরেজি: Nagen Saikia; অসমীয়া: নগেন শইকীয়া) অসমের একজন গল্পকার, ঔপন্যাসিক, শিক্ষাবিদ। মিত-ভাষ নামক এক নতুন রচনাশৈলীর মাধ্যমে তিনি অসমীয়া সাহিত্যকে নতুনত্ব প্রদান করেছেন। ১৯৯৭ সনে অসম সাহিত্য সভার বিলাসীপারা অধিবেশন ও ১৯৯৮ সনে হাওরাঘাট অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।[২]।
জন্ম
১৯৩৯ সনে ১৭ ফেব্রুয়ারি তারিখে অসমের গোলাঘাট জেলার নিকটবর্তী হাতিয়েখোয়া নামক স্থানে নগেন শইকীয়া জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উরারাম শইকীয়া ও মাতার নাম হেমপ্রভা।
শিক্ষা
বরকাঠনি এল.পি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি কাকোডোঙা এম.ই স্কুল ও ঢেকিয়াল হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৯ সনে যোরহাট জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয় থেকে আই.এ ডিগ্রী লাভ করেন। ১৯৫১ সনে গোলাঘাটের দেবরাজ রয় মহাবিদ্যালয় থেকে বি.এ ও ১৯৫১ সনে এম.এ ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সনে অসমীয়া সাহিত্য বিষয়ে ডক্টরেট ডিগ্রী করেন।
বৈবাহিক জীবন
১৯৬৫ সনে ১১মে তারিখে লাবণ্য শইকীয়ার সহিত তিনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হন।[৩]
কর্মজীবন
হাতীখোয়া ও ঢেকিয়াল হাইস্কুলে শিক্ষকতা করে তিনি প্রথম কর্মজীবনে প্রবেশ করেন। কিছুদিন তিনি অসম বাতরি নামক অসমীয়া খবরের কাগজে সহকারী সম্পাদক রুপে কার্যনির্বাহ করেন। তিনি ডিফু কলেজ, নিউ যোরহাট কলেজ ও দেবীচরন মহাবিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন। ১৯৭২ সনে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগে অধ্যাপক রুপে যোগদান করেন ও ২০০২ সনে উক্ত বিভাগের প্রধ্যাপক (সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়া পদে) অবসর গ্রহণ করেন। ২০০৩ সনে তিনি কয়েকমাসের জন্য নতুন দৈনিক নামক অসমীয়া খবরের কাগজে সম্পাদকরুপে কার্যনির্বাহ করেন। ২০০৪-২০০৬ সন পর্যন্ত আমার অসম নামক দৈনিক অসমীয়া খবরের কাগজের সম্পাদক রুপে কার্যনির্বাহ করেন। ১৯৮৬ সন থেকে ১৯৯২ সন পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।[৪]
তথ্যসূত্র
- ↑ "সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী অসমীয়াদের তালিকা"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৬, ২০১২।
- ↑ ১৯১৭ চনর পরা অসম সাহিত্য সভার সভাপতিদের তথ্য ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে অসম সাহিত্য সভার ওয়েবসাইট, আহরণ: ১৮ নভেম্বর, ২০১২।
- ↑ সংক্ষিপ্ত অসমীয়া বিশ্বকোষ (Vol 2), শান্তনু কৌশিক বরুয়া, জ্যোতি প্রকাশন, গুয়াহাটি, অক্টোবর ২০০৯, তথ্য সংগ্রহের সময়-২৮ সেপ্টেম্বর ২০১১
- ↑ সংক্ষিপ্ত অসমীয়া বিশ্বকোষ (Vol 2), শান্তনু কৌশিক কৌশিক বরুয়া, জ্যোতি প্রকাশন, গুয়াহাটি, অক্টোবর ২০০৯,
অসমের প্রসিদ্ধ ব্যক্তি |
---|
আধ্যাত্মিক | |
---|
ইতিহাস | |
---|
গণনায়ক | |
---|
সাহিত্যিক | |
---|
ভাষাবিদ | |
---|
সমাজ সেবক | |
---|
কণ্ঠশিল্পী | |
---|
নাট্যকার | |
---|
অভিনয় শিল্পী | |
---|
চলচ্চিত্র নির্মাতা নির্দেশক | |
---|
খেলোয়াড় | |
---|
শিক্ষাবিদ | |
---|
প্রকৃতিবিদ | |
---|
বিজ্ঞানী | |
---|
স্বাধীনতা সংগ্রামী | |
---|