মিঠু বরুয়া
|
জন্ম নাম | মিঠু বরুয়া |
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
জন্ম | ১৯৭৪ গুয়াহাটী |
---|
দাম্পত্য সঙ্গী | পরাগ দাস |
---|
|
দেশ | ভারত |
---|
ক্রীড়া | সাঁতার |
---|
মিঠু বরুয়া ভারতের অসমের একজন প্রাক্তন রাষ্ট্রীয় সাঁতারবিদ। তিনবছর বয়সে দীঘলীপুখুরীর দুইপার সাঁতরাতে সক্ষম হওয়া[১] মিঠু বরুয়া ৫০ মিটার ফ্রিষ্টাইল শাখায় রাষ্ট্রীয় রেকর্ড গড়ার[২] সাথে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ খ্যাতি লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাফ গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত সপ্তম এশিয়া পেসিফিক চ্যাম্পিয়নশিপে মিঠু বরুয়া ভারতের হয়ে ২টি সোনার পদক, ২টি রূপার পদক ও একটা ব্রোঞ্জের পদক লাভ করতে সক্ষম হয়েছিলেন।[৩] ১৯৯৮ সালে মিঠু বরুয়া সাঁতারের কেরিয়ার সমাপ্ত করেন। তিনি বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একজন শীর্ষ আধিকারিক।[৩]
ব্যক্তিগত জীবন
মিঠু বরুয়া সমসাময়িক রঞ্জী ট্রফী ক্রিকেট খেলোয়াড় পরাগ দাসের সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন।[৩] ২০০১ সালে তাঁদের পুত্র, ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রিয়ান পরাগের জন্ম হয়।
তথ্যসূত্র
- ↑ "মিঠু বরুয়া"। অলিম্পিয়া। নভেম্বর ২৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০।
- ↑ Kishore, Shashank (আগস্ট ৩, ২০১৭)। "Playstation, books, music, and a whole lot of runs"। ESPNCricInfo। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০।
- ↑ ক খ গ "Sportsperson: Mithu Baruah"। Krirangan। এপ্রিল ৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০২০।
টেমপ্লেট:আসামের সুপ্ৰসিদ্ধ ব্যক্তিগণ