অজিৎ বরুয়া (অসমীয়া: অজিৎ বরুৱা) একজন অসমীয়া কবি, সাহিত্যিক ও অনুবাদক। ব্রহ্মপুত্র ইত্যাদি পদ্য নামক কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[১] ২০১৫ সনের ৩ এপ্রিলে অজিৎ বরুয়ার মৃত্যু হয়।[২]
জন্ম ও শিক্ষা
১৯২৬ সনের ১৯ আগস্ট অসমের গুয়াহাটির উজানবজারের নিকটবর্তী যোরপুখুরী নামক স্থানে অজিৎ বরুয়ার জন্ম হয়। তার পিতার নাম চান্দকুছির মল্ল বুজবরুয়া ও মাতার নাম পদ্মলতা বরুয়া। তিনি পণ্ডিত আনন্দরাম বরুয়ার নাতি ছিলেন।[৩]
অজিৎ বরুয়া কলেজিয়েট থেকে প্রবেশিকা, কটন কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ও আইন ডিগ্রী লাভ করেন। তিনি ফরাসি ভাষার অধ্যয়ন করেছিলেন। তিনি পেরিসের ইন্টারনেশনেল ইন্সটিটিউড ও পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন-এর ডিগ্রীধারী।[৪]
কর্মজীবন
১৯৫০ সনের নগাঁও মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রবক্তারুপে চাকুরিতে যোগদান করেন। ভারতীয় প্রশাসনিক কর্তৃক (আই.এ.এস ১৯৭১), অসম উদ্যোগ বিভাগের নির্দেশক, অসম রাজস্ব বিভাগের সচিব ও পরবর্তী সময়ে আয়ুক্ত ও সচিব (১৯৮৩), সাময়িকভাবে অসম রাজস্ব বিভাগের অধ্যক্ষ (১৯৮৪) ইত্যাদি বিভিন্ন পদে কার্যনির্বাহ করেন। ১৯৮৬ সনের ৩০ নভেম্বরে তিনি চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন।
সাহিত্যিক অবদান
অজিৎ বরুয়া ১৯৩৭ সন থেকে কবিতা রচনা করেন। ১৯৮২ সনের ধরনীধর দাস রচিত অভিযান নামক আলোচনা পত্রিকায় তার তাজমহল নামক একটি কবিতা প্রকাশ পায়। তারপর জয়ন্তী, সংলাপ ও রামধেনু ইত্যাদি আলোচনা পত্রিকায়ও তার কবিতা প্রকাশ পায়।