ধ্রুবজ্যোতি বরা

ধ্রুবজ্যোতি বরা
জন্ম১৯৫৫ চন
অসম
পেশাসাহিত্যিক
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিকথা রত্নাকর
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০৯[]

ধ্রুবজ্যোতি বরা (ইংরেজি: Dr. Dhrubajyoti Borah; অসমীয়া: ধ্রুৱজ্যোতি বরা) অসমের একজন ঔপন্যাসিক, প্রবন্ধকার। আবার পেশাগত জীবনে তিনি চিকিৎসক ছিলেন।[] তার সৃষ্টি বহু সাহিত্য শিল্প-সাহিত্য অঙ্গণে অনেক প্রশংসিত হয়েছে।

কর্মজীবন

ধ্রুবজ্যোতি বরা বর্তমান যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। সাহিত্যে রয়েছে তার অসামান্য অবদান।

সাহিত্যিক অৱদান

  • কথা রত্নাকর
  • লোহা (১৯৮৫)
  • ভোক (১৯৮৭)
  • যাত্রিক আরু অন্যান্য (১৯৯৪)
  • কালান্তরর গদ্য (১৯৯৭)
  • ব্রণবোধ, এজাক রঙীন চরাই (১৯৯৮)
  • আলোচনাত্মক গন্থ- ফরাশী বিপ্লব (১ম খণ্ড ১৯৯০, ২য় খণ্ড ১৯৯২)
  • জাতীয় প্রশ্ন আরু আত্মনিয়ন্ত্রণ (১৯৯৩)
  • সমকালীন টোকাবহী (১৯৯৩)
  • সন্ধানর ক্ষণ (১৯৯৩)
  • অর্থ
  • অ’ মোর সুরীয়া মাত: আধুনিক ভাষা হিচাপে অসমীয়া ভাষার বিকাশ (১৯৯৪)
  • আণ্ডারষ্টেণ্ডিং আছাম ইন দি নর্থ-ইষ্ট (১৯৯৪)
  • ছ’চিয়েল এলিয়েনেশ্বন এণ্ড টেনশ্বনছ ন দি নর্থ-ইষ্ট (১৯৯৫)

পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নৱেম্বর ১৬, ২০১২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. বিশ্বকোষ, অসম সাহিত্য সভা, চতুর্থ খণ্ড, ১ম প্রকাশ, ২০০৩
  3. "Sahitya Akademi Award"। ২৭ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!