২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার ফাইনাল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।
২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ এর ৬ষ্ঠ আসর এবং আয়োজক হিসেবে ভারতের প্রথম আসর। পূর্বতন চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল ।
নিচে ২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের সদস্যদের তালিকা দেয়া হলো:-
আফগানিস্তান
৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে আফগানিস্তানের সদস্যদের তালিকা ঘোষণা করা হয়:[ ১]
কোচ : ইনজামাম-উল-হক
অস্ট্রেলিয়া
৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে অস্ট্রেলিয়া দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়:[ ২]
কোচ : ড্যারেন লেহম্যান
বাংলাদেশ
৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়:[ ৩]
কোচ : চণ্ডিকা হাথুরুসিংহা
ইংল্যান্ড
১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ইংল্যান্ড দলের সদস্যদের তালিকা ঘোষণা করা হয়:[ ৪]
কোচ : ট্রেভর বেলিস
হংকং
হংকং ২৮ জানুয়ারি, ২০১৬ তারিখে দল ঘোষণা করে:[ ৫]
কোচ : সাইমন কুক
ভারত
৫ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ভারত দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়:[ ৬]
কোচ : শূন্য
পরিচালক : রবি শাস্ত্রী
আয়ারল্যান্ড
৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে আয়ারল্যান্ড দলের সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়:[ ৭]
কোচ : জন ব্রেসওয়েল
নেদারল্যান্ডস
৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে নেদারল্যান্ডস দল তাদের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করে।[ ৮] ২৫ ফেব্রুয়ারি দলের সাথে টম কুপার যুক্ত হন।[ ৯]
কোচ : অ্যান্টন রোক্স
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ১ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে দল ঘোষণা করে।[ ১০] প্রতিযোগিতা শেষে সকল স্তরের ক্রিকেট থেকে নাথান ম্যাককুলাম তার অবসরের ঘোষণা দেন। ফেব্রুয়ারি, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ দেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজ শেষে ব্রেন্ডন ম্যাককুলাম অবসর নিলে কেন উইলিয়ামসন প্রথমবারের মতো কোন প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দিবেন।
কোচ : মাইক হেসন
ওমান
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ওমান দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।[ ১১]
কোচ : দিলীপ মেন্ডিস
পাকিস্তান
১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে পাকিস্তানের দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়:[ ১২] ২৩ ফেব্রুয়ারি আঘাতের কারণে বাবর আজম ও রুম্মান রইস প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। তাদের স্থলাভিষিক্ত হন শারজিল খান ও মোহাম্মদ সামি ।[ ১৩] এছাড়াও, ইফতিখার আহমেদের পরিবর্তে খালিদ লতিফ অন্তর্ভুক্ত হন।[ ১৪]
কোচ : ওয়াকার ইউনুস
স্কটল্যান্ড
৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে স্কটল্যান্ড দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়:[ ১৫]
কোচ : গ্রান্ট ব্র্যাডবার্ন
দক্ষিণ আফ্রিকা
১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে ক্রিকেট সাউথ আফ্রিকা কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে:[ ১৬]
কোচ : রাসেল ডোমিঙ্গো
শ্রীলঙ্কা
১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শ্রীলঙ্কা দলের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়:[ ১৭]
কোচ : গ্রাহাম ফোর্ড
ওয়েস্ট ইন্ডিজ
২৯ জানুয়ারি, ২০১৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সদস্যদের তালিকা প্রকাশ করে।[ ১৮] দল ঘোষণার পর কিরণ পোলার্ড , সুনীল নারাইন ও ড্যারেন ব্র্যাভো প্রতিযোগিতা শুরুর পূর্বে নাম প্রত্যাহার করে নেন।[ ১৯] [ ২০] পোলার্ডের পরিবর্তে কার্লোস ব্রাদওয়েটকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে নারাইনের পরিবর্তে অ্যাশলে নার্সের নাম ঘোষণা করা হয়।[ ২১] জনসন চার্লস ব্র্যাভোর স্থলাভিষিক্ত হন।[ ২২]
কোচ : ফিল সিমন্স
জিম্বাবুয়ে
১৪ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে জিম্বাবুয়ে দলের তালিকা প্রকাশ করা হয়:[ ২৩]
কোচ : ডেভ হোয়াটমোর
তথ্যসূত্র
↑ "Shapoor, Hassan return to Afghanistan squad for World T20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Smith to lead, Wade, Boyce dropped from World T20 squad" । ESPNCricinfo । সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Bangladesh recall Nasir, Mithun for World T20" । ESPN Cricinfo । সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "England World T20 squad: Liam Dawson in, Chris Woakes out" । BBC Sport। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Hong Kong pick ex-Australia keeper Campbell for WT20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬ ।
↑ "Mohammed Shami back for World T20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Porterfield to lead experienced Ireland squad for World T20" । ESPNCricinfo । সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Logan van Beek in Netherlands squad for World T20" । ESPNCricinfo । সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Tom Cooper added to Netherlands World T20 squad" । ESPNCricinfo । সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "NZ pick spin trio for World Twenty20" । Cricinfo । সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Oman Squad, 2016 ICC World Twenty20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Pakistan pick Rumman Raees for World T20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Sami, Sharjeel in as Pakistan make changes to World T20 squad" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Sami, Sharjeel in as Pakistan make changes to World T20 squad" । ESPN Cricinfo । ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Scotland include pacer Main for World T20" । ESPNCricinfo । সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "South Africa include Steyn in World T20 squad" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Malinga, Mathews back for World T20" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Narine in West Indies World T20 squad" – ESPNcricinfo. Retrieved 30 January 2016.
↑ "Pollard, Narine pull out of World T20 squad" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "West Indies confirm 12 contracts for World T20" – Cricket Australia. Retrieved 15 February 2016.
↑ "Darren Bravo pulls out of World T20; 12 players in for West Indies" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Charles replaces Darren Bravo in West Indies' WT20 squad" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৬ ।
↑ "Zimbabwe name Chatara, Panyangara in World T20 squad" । ESPNcricinfo । সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ।