ঘরোয়া ক্রিকেটে করাচি’র হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলছেন। ২০০৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের নেতৃত্বে ছিলেন। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে নেতৃত্ব গ্রহণের পূর্বে তিনি মাত্র পাঁচটি খেলায় অংশ নিয়েছিলেন।
খেলোয়াড়ী জীবন
১৪ জানুয়ারি, ২০১০ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। দ্বিতীয় টেস্টে আঘাতপ্রাপ্ত কামরান আকমলের পরিবর্তে তার এই অভিষেক।[১] কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থতার দরুন এ খেলার পরই দল থেকে তাকে বাদ দেয়া হয়।
১৬ আগস্ট, ২০১৪ তারিখে শ্রীলঙ্কা সফরে অনুষ্ঠিত ২য় টেস্টের ২য় ইনিংসে সরফরাজ আহমেদ প্রথম পাকিস্তানি হিসেবে শ্রীলঙ্কায় তার অভিষেক সেঞ্চুরি করেন।[২] এছাড়াও তিনি ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো ৫০ বা তদূর্দ্ধ রান সংগ্রহ করেন।[৩]
শুরুতে আসিফ আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ দলের সদস্য ছিলেন না। পরবর্তীতে চূড়ান্ত দলে তারা আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খানের পরিবর্তে অন্তর্ভূক্ত হন।