জুলি ওয়াল্টার্স
২০১৪ সালে ওয়াল্টার্স
জন্ম জুলিয়া ম্যারি ওয়াল্টার্স
(1950-02-22 ) ২২ ফেব্রুয়ারি ১৯৫০ (বয়স ৭৪) মাতৃশিক্ষায়তন ম্যানচেস্টার পলিটেকনিক পেশা অভিনেত্রী, লেখিকা কর্মজীবন ১৯৭২-বর্তমান দাম্পত্য সঙ্গী গ্র্যান্ট রোফি (বি. ১৯৯৭) সঙ্গী পিট পস্টলেটওয়াইট (আনু. ১৯৭৪-১৯৭৯) সন্তান ১
ডেম জুলিয়া ম্যারি ওয়াল্টার্স , ডিবিই [ ১] (ইংরেজি : Julia Mary Walters ; ২২ ফেব্রুয়ারি ১৯৫০)[ ২] হলেন একজন ইংরেজ অভিনেত্রী ও লেখিকা। তিনি চারটি বাফটা টিভি পুরস্কার , দুটি বাফটা চলচ্চিত্র পুরস্কার , একটি বাফটা ফেলোশিপ ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। তিনি দুইবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন, প্রথমটি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়টি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে।
ওয়াল্টার্স ১৯৮৩ সালে এডুকেটিং রিটা চলচ্চিত্র নাম ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। তিনি এই চরিত্রে ওয়েস্ট এন্ডের মঞ্চনাটকে প্রথম অভিনয় করেছিলেন এবং চলচ্চিত্রে তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার ও সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি বিলি ইলিয়ট (২০০০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।
টেলিভিশনে তিনি ভিক্টোরিয়া উডের সাথে যৌথভাবে কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেন, তন্মধ্যে রয়েছে উড অ্যান্ড ওয়াল্টার্স (১৯৮১), ভিক্টোরিয়া উড অ্যাজ সিন অন টিভি (১৯৮৫-৮৭), প্যাট অ্যান্ড মার্গারেট (১৯৯৪), এবং ডিনারলেডিজ (১৯৯৮-২০০০)। তিনি মাই বিউটিফুল সন (২০০১), মার্ডার (২০০২), দ্য ক্যান্টারবারি টেলস্ (২০০৩), এবং মো (২০১০)-এ অভিনয় করে চারবার বাফটা টিভি পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০০৯ সালে আ শর্ট স্টে ইন সুইজারল্যান্ড টিভি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি আন্তর্জাতিক এমি অর্জন করেন। মঞ্চে তিনি ২০০১ সালে অল মাই সন্স নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কার অর্জন করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
জুলি ওয়াল্টার্স গৃহীত পুরস্কারসমূহ
১৯৫০-১৯৭৫ ১৯৭৬-২০০০ ২০০১-২০২৫
১৯৫২-১৯৬৭ ১৯৬৭-২০০০ ২০০১-বর্তমান
১৯৭১–২০০০ ২০০১–বর্তমান
অ্যালবার্ট ফিনি , জন থ ও জুডি ডেঞ্চ (২০০১)
ওয়ারেন বেটি , মার্চেন্ট আইভরি প্রডাকশন্স , অ্যান্ড্রু ডেভিস ও জন মিলস (২০০২)
সল জ্যান্ট্স ও ডেভিড জেসন (২০০৩)
জন বুরমান ও রজার গ্রায়েফ (২০০৪)
জন ব্যারি ও ডেভিড ফ্রস্ট (২০০৫)
ডেভিড পুটনাম ও কেন লোচ (২০০৬)
অ্যান ভি. কোটস , রিচার্ড কুর্টিস ও উইল রাইট (২০০৭)
অ্যান্থনি হপকিন্স ও ব্রুস ফরসিথ (২০০৮)
ডন ফ্রেঞ্চ , জেনিফার সন্ডার্স , টেরি ইলিয়াম ও নোলান বুশনেল (২০০৯)
ভানেসা রেডগ্রেভ ও শিগেরু মিয়ামোতো (২০১০)
ক্রিস্টোফার লি , পিটার মলিনেয়ো ও ট্রেভর ম্যাকডোনাল্ড (২০১১)
মার্টিন স্কোরসেজি ও রল্ফ হ্যারিস (২০১২)
অ্যালান পার্কার , গেব নেওয়েল ও মাইকেল পালিন (২০১৩)
রকস্টার গেমস ও জুলি ওয়াল্টার্স (২০১৪)
মাইক লেই , ডেভিড ব্রাবেন ও জন স্নো (২০১৫)
সিডনি পোয়াটিয়ে , জন কারম্যাক ও রে গ্যাল্টন ও অ্যালান সিম্পসন (২০১৬)
মেল ব্রুক্স ও জোয়ানা লুমলি (২০১৭)
রিডলি স্কট , টিম শেফার ও কেট অ্যাডি (২০১৮)
থেলমা স্কুনমেকার ও জোন বেকওয়েল (২০১৯)
ক্যাথলিন কেনেডি (২০২০)
সাধারণ জাতীয় গ্রন্থাগার অন্যান্য