অ্যানেট বেনিং

অ্যানেট বেনিং
Annette Bening
জন্ম
অ্যানেট ক্যারল বেনিং

(1958-05-29) ২৯ মে ১৯৫৮ (বয়স ৬৬)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনসান ফ্রান্সিস্কো স্টেট বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজে. স্টিভেন হোয়াইট (বি. ১৯৮৪; বিচ্ছেদ. ১৯৯১)
ওয়ারেন বেটি (বি. ১৯৯২)
সন্তান

অ্যানেট ক্যারল বেনিং (ইংরেজি: Annette Carol Bening; জন্ম: ২৯শে মে ১৯৫৮)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৮০ সালে কলোরাডো শেকসপিয়ার ফেস্টিভ্যাল কোম্পানির হয়ে তার মঞ্চ কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৪ সালে আমেরিকান কনজারভেটরি থিয়েটারে লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে কোস্টাল ডিসটার্বেন্স দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এবং এই কাজের জন্য তিনি মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য গ্রিফ্‌টার্স (১৯৯০), আমেরিকান বিউটি (১৯৯৯), বিয়িং জুলিয়া (২০০৪) ও দ্য কিডস আর অল রাইট চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি আমেরিকান বিউটি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন এবং বিয়িং জুলিয়াদ্য কিডস আর অল রাইট চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। টেলিভিশনে মিসেস হ্যারিস টিভি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য ২০০৬ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামে একটি তারকা খচিত হয়।

ব্যক্তিজীবন

বেনিং ১৯৮৪ সালের ২৬শে মে পোশাক পরিকল্পনাকারী জে. স্টিভেন হোয়াইটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।[] পরে ১৯৯২ সালের ৩রা মার্চ তিনি অভিনেতা ওয়ারেন বেটিকে বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে।[] ইউনিভার্সাল লাইফ চার্চ মনাস্টেরি তাকে মন্ত্রীর পদ প্রদান করে।

তথ্যসূত্র

  1. "Annette Bening (1958–)"Biography (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  2. "Annette Bening Net Worth"দ্য রিচেস্ট (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  3. হোয়াইট, চেলসি। "Annette Bening reveals the key to her marriage to Warren Beatty"মেইল অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!