উপি গোল্ডবার্গ

উপি গোল্ডবার্গ
Whoopi Goldberg
২০০৮ সালে নিউ ইয়র্ক সিটিতে গোল্ডবার্গ
জন্ম
ক্যারিন এলাইন জনসন

(1955-11-13) ১৩ নভেম্বর ১৯৫৫ (বয়স ৬৯)
পেশাঅভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা ও টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন১৯৮২-বর্তমান

উপি গোল্ডবার্গ (ইংরেজি: Whoopi Goldberg) নামে পেশাগতভাবে পরিচিত ক্যারিন এলাইন জনসন (জন্ম: ১৩ নভেম্বর ১৯৫৫)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা ও টেলিভিশন উপস্থাপিকা। তিনি ১৩টি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং অল্প কয়েকজন বিনোদনদাতাদের একজন, যিনি একটি এমি পুরস্কার, একটি গ্র্যামি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার ও একটি টনি পুরস্কার অর্জন করেছেন।[] এছাড়া তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অভিনয় শাখায় একাডেমি পুরস্কার অর্জন করেছেন।

গোল্ডবার্গ খ্যাতির শিখরে পৌঁছান দ্য কালার পার্পল চলচ্চিত্রে সেলি চরিত্রে অভিনয় করে, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। ১৯৯০ সালে প্রণয়ধর্মী কাল্পনিক চলচ্চিত্র ঘোস্ট-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন[] এবং তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র

  1. "Whoopi Goldberg"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  2. ইহনাট, গুয়েন (৩ এপ্রিল ২০১৮)। "The Oscars are graced tonight by EGOTs Whoopi Goldberg and Rita Moreno"দি এ.ভি. ক্লাব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  3. জ্যাকবসেন, কেভিন (২৮ ফেব্রুয়ারি ২০১৮)। "Whoopi Goldberg ('Ghost') doesn't need a psychic to know she's top Best Supporting Actress Oscar winner of 1990s [POLL RESULTS]"গোল্ড ডার্বি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!