রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ
রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত১৮ মার্চ ১৯৭০; ৫৪ বছর আগে (1970-03-18)
অধিভুক্তিরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষশরীফুল ইসলাম
পরিচালকব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান
শিক্ষার্থী১৪০০
অবস্থান,
রংপুর
,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামরমেক
ওয়েবসাইটrpmc.edu.bd
মানচিত্র
রংপুর মেডিকেল কলেজের লেগো

রংপুর মেডিকেল কলেজ বাংলাদেশের রংপুর শহরের একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়।[] ১৯৭০ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি রংপুর শহরের ধাপ এলাকার জেল রোডে জেলা কারাগারের বিপরীতে অবস্থিত। মূল ক্যাম্পাস এবং হাসপাতালের আয়তন প্রায় ৭৬০০ বর্গমিটার।[]

ইতিহাস

আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান, পূর্ব পাকিস্তানে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[]

১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলো ৫০ জন যা বতর্মানে ১৭৫ জন। প্রতি বছর দক্ষিণ এশিয়ার দেশ সমুহের জন্য যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের জন্য ১০টি আসন সংরক্ষিত থাকে।[]

অবস্থান

রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসটি বাংলাদেশের রংপুরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। কলেজটি রাজশাহী থেকে ২১০ কিলোমিটার ও ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কলেজটি আন্তঃদেশীয় (ভারত-নেপাল) মহাসড়কের পাশে অবস্থিত।

অবকাঠামো

কলেজের মূল ক্যাম্পাস

রংপুর মেডিকেল কলেজটি প্রায় ৬৫ একর এলাকা জুড়ে অবস্থিত। এতে তিন তলা বিশিষ্ট কলেজ ভবন এবং ১০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে।[]

সহশিক্ষা কার্যক্রম

জার্নাল

নর্দান মেডিকেল জার্নাল - নামে নিয়মিত জার্নাল প্রকাশ করে থাকে।[]

সংগঠন

  • সন্ধনী
  • মেডিসিন ক্লাব
  • ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "২ কোটি মানুষের ভরসা রংপুর মেডিকেল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  2. "রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০ 
  3. "নর্দান মেডিকেল জার্নাল"। ১৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!