রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৭
অধিভুক্তিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ডা. জাওয়াদুল হক
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৯
ঠিকানা
রাজশাহী মেডিকেল কলেজ অস্থায়ী ক্যম্পাস
, ,
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটwww.rmu.edu.bd
মানচিত্র

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি বর্তমান রাজশাহী মেডিকেল কলেজে অস্থায়ী ভাবে জনবল নিয়োগ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন।[] ২০২৪ সালের ১লা ডিসেম্বর রাজশাহী নগরীর বাজেসিলিন্দায় বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।[]

ইতিহাস

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২০১৭ সালে। শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং রাজশাহীরংপুর বিভাগের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ বা ইনস্টিটিউটসমূহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্তকরণ এবং সঠিক ভাবে তার তদারকি করার লক্ষ নিয়েই প্রতিষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। [][]

প্রতিষ্ঠার কারণ

রাজশাহী ও রংপুর বিভাগের সরকারি-বেসরকারি সব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হবে প্রায় ৪০টি এই সকল প্রতিষ্ঠান সঠিক ভাবে কার্য পরিচালনা করে কিনা তার নজরদারির করার জন্য প্রতিষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে পড়বে মেডিকেল ও ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্বে থাকবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় । []

অনুষদ সমূহ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৮৫টি ডিসিপ্লিনে চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি প্রদান। []

অবস্থান

বর্তমানে ইউনিভার্সিটির কার্যক্রম অস্থায়ী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকার ২০১৭/১৮ অর্থবছরে ইউনিভার্সিটির জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ দিলেও মূল ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ করা সম্ভব হয় নি। রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় ৫০ একর জায়গা অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহীরংপুর বিভাগের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ বা ইনস্টিটিউটসমূহ অধীভুক্তকরন। এর মধ্যে আছে ১০ টি সরকারি মেডিকেল কলেজ, ১৩ টি বেসরকারি মেডিকেল কলেজ, ২টি সরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট, ৫টি বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট, ৪ টি সরকারি নার্সিং কলেজ, ১২ টি বেসরকারি নার্সিং কলেজ, ১টি সরকারি মেডিকেল ইনস্টিটিউট ও ৩ টি বেসরকারি মেডিকেল ইনস্টিটিউট। মোট ৫০ টি প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে।

মেডিকেল কলেজসমূহ (সরকারি)

  1. রাজশাহী মেডিকেল কলেজ
  2. রংপুর মেডিকেল কলেজ
  3. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
  4. দিনাজপুর মেডিকেল কলেজ
  5. পাবনা মেডিকেল কলেজ
  6. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
  7. নওগাঁ মেডিকেল কলেজ
  8. নীলফামারী মেডিকেল কলেজ

মেডিকেল কলেজসমুহ (বেসরকারি)

  1. বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী
  2. শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী
  3. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী
  4. প্রাইম মেডিকেল কলেজ, রংপুর
  5. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর
  6. নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর
  7. টি.এম.এস.এস. মেডিকেল কলেজ, বগুড়া
  8. খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
  9. নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ

ডেন্টাল কলেজ (সরকারি)

  1. ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ
  2. ডেন্টাল ইউনিট, রংপুর মেডিকেল কলেজ

ডেন্টাল কলেজ (বেসরকারি)

  1. উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী
  2. রংপুর ডেন্টাল কলেজ
  3. টি এম এস এস মেডিকেল কলেজ, বগুড়া
  4. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট), রাজশাহী
  5. খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট), সিরাজগঞ্জ

নার্সিং কলেজ (সরকারী)

  1. রাজশাহী নার্সিং কলেজ
  2. রংপুর নার্সিং কলেজ
  3. বগুড়া নার্সিং কলেজ
  4. দিনাজপুর নার্সিং কলেজ

নার্সিং কলেজ (বেসরকারী)

  1. উদয়ন নার্সিং কলেজ
  2. ইসলামী ব্যংক নার্সিং কলেজ
  3. রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজ,
  4. মির্জা নার্সিং কলেজ
  5. আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া
  6. খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, সিরাজগঞ্জ
  7. টিএমএসএস নার্সিং কলেজ,বগুড়া
  8. সাখাওয়াত এইচ মেমোরিয়াল নার্সিং কলেজ, সিরাজগঞ্জ
  9. প্রাইম নার্সিং কলেজ,রংপুর
  10. রংপুর কমিউনিটি নার্সিং কলেজ,রংপুর
  11. আনোয়ারা নার্সিং কলেজ,দিনাজপুর
  12. কেয়ার নার্সিং কলেজ,দিনাজপুর
  13. মনোয়ারা নার্সিং কলেজ,ঠাকুরগাঁও

মেডিকেল ইনস্টিটিউট (সরকারী)

  1. ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী

মেডিকেল ইনস্টিটিউট (বেসরকারী)

  1. প্রাইম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী
  2. প্রাইম ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি, রংপুর (দ্ব্যর্থতা নিরসন)
  3. হামদার্দ ইউনানী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বগুড়া


উপাচার্যগণ

নিম্নোক্ত ব্যক্তিবর্গ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন-

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
মাসুম হাবিব ২০১৭ ২০২১
এ জেড এম মোস্তাক হোসেন ২০২১ ২০২৪
জাওয়াদুল হক[] ২০২৪ বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ৩৪ জনকে নিয়োগ দেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় একুশে টেলিভিশন |প্রকাশিত : ২২ জুলাই ২০১৮ রবিবার
  2. Padmatimes (২০২৪-১২-০১)। "রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন"Padmatimes24 | Leading News Portal at Rajshahi | রাজশাহীর খবর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০২ 
  3. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ নভেম্বর ২০১৭ তারিখে ইত্তেফাক, ০৭ নভেম্বর, ২০১৭ ইং
  4. বেসরকারি মেডিকেল কলেজে নজরদারি করবে মেডিকেল বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১৮ তারিখে প্রথম আলো ১৩,সেপ্টম্বর ২০১৮
  5. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে ৪০ প্রতিষ্ঠান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] প্রথম আলো, ২৪ জুলাই ২০১৭
  6. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিকমানের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১৮ তারিখে ইত্তেফাক, ২৯ এপ্রিল, ২০১৮ ইং
  7. "রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জাওয়াদুল হক"বাংলাদেশ প্রতিদিন। ১০ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!