মাগুরা মেডিকেল কলেজ

মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১৮ (2018)[]
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা
অধ্যক্ষডা. অলোক কুমার সাহা[]
শিক্ষার্থী৩০০
অবস্থান,
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাইংরেজি
ওয়েবসাইটmaguramc.edu.bd
মানচিত্র

মাগুরা মেডিকেল কলেজ বাংলাদেশের মাগুরা জেলায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। ২০১৮ সালে এটি স্থাপিত হয়।

২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন (যার যধ্যে ২৩ জন ছাত্র ছিলেন) শিক্ষার্থী নিয়ে মাগুরা সদর হাসপাতালে প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে। স্থায়ী ক্যাম্পাস তৈরীর জন্য মাগুরা শহরের অদূরে পারলা-গোয়ালখালী মৌজায় ২৫ একর জমি নির্ধারণ করা হয়।

ফ্যাকাল্টি মেম্বার

বর্তমানে এখানে একজন অধ্যক্ষ (প্রফেসর),এক জন সহযোগী অধ্যাপক, ৬ জন সহকারী অধ্যাপক, ৯ জন প্রভাষক রয়েছে। মোট ১৭ জন শিক্ষক আছে।

আবাসন

ছাত্রদের জন্য ২ টি ও ছাত্রীদের জন্য ১টি অস্থায়ী আবাসন হলের মাধ্যমে নিরাপদ বাসস্থান ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

তথ্যসূত্র

  1. "Magura Medical College, Magura"। Ministry of Health and Family Welfare। ২০১৯-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  2. "মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৩ 


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!