বাজিতপুর পৌরসভা |
---|
|
|
শুরু | ১৮৬৯ |
---|
|
মেয়র | মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ |
---|
|
| এফপিটিপি |
---|
|
বাজিতপুর পৌরসভা কার্যালয় |
বাজিতপুর পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি পৌরসভা। এটি একটি প্রাচীন ও দ্বিতীয় শ্রেণির পৌরসভা। [১][২][৩]
অবস্থান ও সীমানা
ইতিহাস
বাজিতপুর ১৮৩৫ সালে থানা হিসেব গঠিত হয় এবং থানাকে ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত করা হয় এরপর ১৮৬৯ সালে এটিকে পৌরসভা গঠিত করা হয়।
প্রশাসনিক এলাকা
আয়তন ও জনসংখ্যা
আয়তন- ৬.০৭৫ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা- ২৬,৯২৫ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৫৫.০৮%।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
- কলেজ ১টি,
- মাদ্রাসা- কাওমি মাদ্রাসা ৩টি, মাদ্রাসা ৭টি
- স্কুল এন্ড কলেজ ২টি,
- মাধ্যমিক বিদ্যালয় ৩টি,
- সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০টি,
- কিন্ডার গার্টেন ০৯টি
দর্শনীয় স্থান
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান মেয়র- মোঃ আনোয়ার হোসেন
প্রাক্তন মেয়রগণের তালিকা
ক্রমিক
|
নাম
|
মেয়াদ
|
০১
|
|
|
০২
|
|
|
০৩
|
|
|
০৪
|
|
|
০৫
|
|
|
০৬
|
|
|
০৭
|
মোঃ আনোয়ার হোসেন
|
|
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "এক নজরে বাজিতপুর"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "বাজিতপুর পৌরসভা"। বিডি মেয়র। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "কিশোরগঞ্জের সকল পৌরসভার মেয়রগণ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।