দিলালপুর ইউনিয়ন

দিলালপুর
ইউনিয়ন
দিলালপুর ইউনিয়ন পরিষদ
দিলালপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
দিলালপুর
দিলালপুর
দিলালপুর বাংলাদেশ-এ অবস্থিত
দিলালপুর
দিলালপুর
বাংলাদেশে দিলালপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১১′৪১.৯৬″ উত্তর ৯০°৫৭′৫৪.২৯″ পূর্ব / ২৪.১৯৪৯৮৮৯° উত্তর ৯০.৯৬৫০৮০৬° পূর্ব / 24.1949889; 90.9650806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাবাজিতপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দিলালপুর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন[][]এটি অত্যন্ত প্রাচীন একটি ইউনিয়ন।এটি ঘোড়াউত্রা নদীর তীরে অবস্থিত।

ব্রিটিশ আমলে এখানকার দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এখানে প্রতিদিন অনেক জাহাজ চলাচল করত। এখানে নবাব আলীবর্দি খাঁর আমলে উপমহাদেশের বিখ্যাত আলেম মৌলভী উবেদুল হাসান জন্মগ্রহণ করেন।

অবস্থান ও সীমানা

দিলালপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি প্রাচীন ইউনিয়ন। এটি ঘোড়াউত্রা নদীর তীরে অবস্থিত।

ইতিহাস

মোঘল আমলে দিলাল খাঁ নামক এক রাজ কর্মচারী দিল্লি থেকে এখানে আসেন। তারপর তিনিই এই এলাকা শাসন করেন। তাঁর নাম অনুসারে এখানে একটি বাজার তৈরি করা হয়, যেটি দিলালপুর বাজার নামে পরিচিত। তাঁর নাম থেকেই দিলালপুর নামের উৎপত্তি।

ব্রিটিশ আমলে দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এখানে প্রতিদিন অনেক জাহাজ চলাচল করত। এখানে অনেক মানুষ ব্যবসা-বাণিজ্য করতে আসত।

প্রশাসনিক এলাকা

গ্রাম সমূহ-

শশেরদিঘী, মহা-মীরের বাগ, উদাতিয়ারকান্দি, সোনাকান্দা, গৌরনগর, ফুলবাড়িয়া, কামারিয়াভিটা, নগর, বড়খাটুলা, পাঠানহাটি, খলাহাটি, খাটেরা, দাড়িয়াকান্দা, শান্তারকান্দা, রতনপুর, তাতালচর, বাহেরনগর, বাগপাড়া, মোল্লাপাড়া, মাইজপাড়া, নোয়াপাড়া।

আয়তন ও জনসংখ্যা

শিক্ষা

শিক্ষার হার

শিক্ষা প্রতিষ্ঠান: দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়

দর্শনীয় স্থান

  1. দিলালপুর হাওর।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

১.মৌলভী উবেদুল হাসান - নবাব আলীবর্দি খাঁ সময়ে উপমহাদেশের বিখ্যাত আলেম।

২.আলহাজ্ব আফজাল হোসেন - রাজনীতিবিদ।

৩.আবু আহমেদ মান্নাফি - রাজনীতিবিদ।

৪.খান বাহাদুর আবদুল করিম - সাবেক শিক্ষামন্ত্রী।

৫.সৈয়দ নুরুল হুদা - বাজিতপুর পৌরসভার সাবেক প্রেসিডেন্ট।

৬.সৈয়দ নাজমুল হুদা - বাজিতপুর উপজেলার সাবেক বি.এ.বি.টি।



জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান-

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "দিলালপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "বাজিতপুর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!