ব্রিটিশ আমলে এখানকার দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এখানে প্রতিদিন অনেক জাহাজ চলাচল করত। এখানে নবাব আলীবর্দি খাঁর আমলে উপমহাদেশের বিখ্যাত আলেম মৌলভী উবেদুল হাসান জন্মগ্রহণ করেন।
অবস্থান ও সীমানা
দিলালপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি প্রাচীন ইউনিয়ন। এটি ঘোড়াউত্রা নদীর তীরে অবস্থিত।
ইতিহাস
মোঘল আমলে দিলাল খাঁ নামক এক রাজ কর্মচারী দিল্লি থেকে এখানে আসেন। তারপর তিনিই এই এলাকা শাসন করেন। তাঁর নাম অনুসারে এখানে একটি বাজার তৈরি করা হয়, যেটি দিলালপুর বাজার নামে পরিচিত। তাঁর নাম থেকেই দিলালপুর নামের উৎপত্তি।
ব্রিটিশ আমলে দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এখানে প্রতিদিন অনেক জাহাজ চলাচল করত। এখানে অনেক মানুষ ব্যবসা-বাণিজ্য করতে আসত।