পশ্চিমে ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন, পূর্ব ও উত্তর-পূর্বে ৫নং কলমা ইউনিয়ন অবস্থিত।
পূর্ব দিকে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা এবং দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অবস্থিত।
ইতিহাস
প্রশাসনিক এলাকা
৯টি ওয়ার্ড অবস্থিত
আয়তন ও জনসংখ্যা
শিক্ষা
এ ইউনিয়নে ১ টি উচ্চ বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৭ টি কওমি মাদ্রাসা, বেশ কয়েকটি মন্দির ও মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
দর্শনীয় স্থান
০১. মুঘল আমলে প্রতিষ্ঠিত শ্রীশ্রী রামকৃষ্ণ গোসাঁই - এর আখড়া। এটি দিল্লির আখড়ার একটি শাখা কেন্দ্র। বর্তমান সেবায়েত শ্রী প্রাণকৃষ্ণ গোসাঁই।
০৩. শ্রীশ্রী নরসিংহদেবের আখড়া, পূর্ব অষ্টগ্রাম। এটি ১৫৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে সাধক ভজরাম বাবাজীর সমাধিপীঠ রয়েছে। প্রতিবছর ঐতিহ্যবাহী রথযাত্রা, হরিনাম সংকীর্তন, দুর্গাপূজা, কালীপূজাসহ বিভিন্ন পূজাপার্বণ অনুষ্ঠিত হয়।
০৪. ইকুরদিয়া বধ্যভূমি । ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর বর্বর পাকসেনারা স্থানীয় রাজাকারদের সহায়তায় অষ্টগ্রামের ইকুরদিয়া গ্রামে ৩৫ জন লোককে নৃশংসভাবে হত্যা করে।
০
০৫. ঐতিহ্যবাহী তাহেরাবাদ দরবার শরীফ, পূর্ব অষ্টগ্রাম।
০৬. শ্রীশ্রী রাধারমণ মন্দির, খাসালপাড়া, পূর্ব অষ্টগ্রাম।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
০১. প্রফেসর জাকির হোসেন মাসুক (বিসিএস ১৪ ব্যাচ বিএ অনার্স এমএএলএলবি) প্রিন্সিপাল চুনারুঘাট সরকারি কলেজ
০২. হযরত মাওলানা রিয়াজত উল্লাহ সাহেব (রহঃ)
০৩. স্বর্গীয় রঞ্জিত কুমার চক্রবর্তী, পূর্বতন প্রধান শিক্ষক