মানচিত্র
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
ইতিহাস
প্রশাসনিক এলাকা
গ্রাম সমূহ
সাটিয়াদী, হোসেন্দী, নয়াপাড়া, পরকান্দা, বামনকুনী, পবনখালী, মহিষবেড়, মহিষকান্দা, ভিটিপাড়া, বাগপাড়া, আউলিয়াপাড়া, চকদিগা, কলাদিয়া, মাছিমপুর, শিমুলিয়া, চন্তিপাড়া, কুমরী, পূর্ব কুমরী, রুপসা, মসূয়া, আহুতিয়া, জুনাইল, মাইজহাটি, বিশুহাটি, আদর্শপাড়া, পাঁচলগোটা, জড়িরপাড়, বন্দিগাহ, পাড়িয়াপাড়া।
আয়তন ও জনসংখ্যা
আয়তন:- ৯.৬১৭ বর্গমাইল / ৬১৫৫ একর।
মৌজার সংখ্যা:- ১০টি
গ্রামের সংখ্যা:-৩৪টি
খানার সংখ্যা :-৭৩৯৩টি
জনসংখ্যা:- ৩৩,৮৯২ জন।(পুরুষ-১৬৩৭৪জন ; মহিলা-১৭৫১৮জন)
{২০১২ তথ্য অনুযায়ী}
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭টি।
- মাদ্রাসার সংখ্যা ৫টি।
- এতিমখানা ২টি।
- উচ্চ বিদ্যালয় ৩টি।
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১টি।
- বেসরকারি প্রথমিক বিদ্যালয় ৮টি
দর্শনীয় স্থান
|০১-
|আহুতিয়া তদন্ত কেন্দ্র,আহুতিয়া
|০২-
|চক্ষু মিয়ার বাড়ি,আহুতিয়া
|০৩-
|★কালিয়াচাপড়া চিনি কল,পুলেরঘাট
|০৪-
|কিশোরগঞ্জ ইকোনমিক জোন,পুলেরঘাট
|০৫-
|সীডস্টোর গো-হাট বাজার,শিমুলিয়া চৌরাস্তা
|০৬-
|সিংগুয়া নদী, পবনখালী
|০৭-
|
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট
জনপ্রতিনিধি
আরও দেখুন
তথ্যসূত্র
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক
|
নাম
|
মেয়াদ
|
০১
|
মো: আলী আকবর
|
১৯৭২-১৯৭৬ পর্যন্ত
|
০২
|
আঃবাতেন ভুইঁয়া
|
১৯৭৭-১৯৮১পর্যন্ত
|
০৩
|
মো:আলী আকবর
|
১৯৮২-১৯৮৬ পর্যন্ত
|
০৪
|
মো:বাতেন ভুইঁয়া
|
১৯৮৭-
|
০৫
|
মোছা:জিবন্নাহার
|
১৯৮৭-১৯৯১ পর্যন্ত
|
০৬
|
মো: নূর মামূদ(২)
|
১৯৯২-২০০৩ পর্যন্ত
|
০৭
|
মো: সাহাব উদ্দিন
|
২০০৩-২০১১ পর্যন্ত
|
০৮
|
মো:জালাল উদ্দিন বাচ্চু
|
২০১১-২০১৬ পর্যন্ত
|
০৯
|
মো: সাহাব উদ্দিন
|
২০১৬-২০২১ পর্যন্ত
|
১০
|
|
|