১৯২০ সালে পূর্বে এখানে অতি সাধারণ কিছু লোক বসবাস শুরু করে তারা কোথায় থেকে আসছে তা সঠিক করে কারো জানা নেই। তবে ১৯৪০ অথবা ৪৫ এর দিকে একজন প্রভাবশালী রাজা এসে এখানে বসতবাড়ি তৈরি করতে জানা যায়।
আনুমানিক ১৮৯০-৯৯
তিন
নাই
সরকার
• হাজী মোঃ আব্দুর রাশিদ মোড়ল সেকালের নেতা বা মোড়ল সিংধা
এটি তাড়াইল উপজেলার দক্ষিণ-পূর্ব অবস্থিত । করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব দিকে ও 5 নং দামিহা ইউনিয়নের পশ্চিমে অবস্থিত জনসংখ্যা বহুল একটি ইউনিয়ন।
১।কল্লা
২।আছভয়া
৩। করাতি
৪। দিগদাইড়
৫। বড়োয়া
৬। সিংধা
৭। লক্ষিপুর
৮। নয়নসুখ
এছাড়াও আরো অনেক গ্রাম এই দিগদাইড় ইউনিয়নে রয়েছে।।
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে দিগদাইড় ইউনিয়ন পরিষদ একটি । দিগদাইড় ইউনিয়ন নয়টি ওয়ার্ড ও অনেক গুলো গ্ৰামে নিয়ে গঠিত হয় গ্ৰামগুলোর মধ্যে বরুহা,দিগদাইড়,সিন্দা,নয়নসুখ,করাতি, লক্ষীপুর, কল্লা ,ভাদেরা ,জডারকান্দি ইত্যাদি।