বড়দৈবাম বিলমুখ পাখি উদ্যান

বড়দৈবাম বিলমুখ পাখি উদ্যান
বৰদৈবাম বিলমুখ পক্ষী উদ্যান
স্থানাঙ্ক: ২৭°৪′০০″ উত্তর ৯৪°৩০′০০″ পূর্ব / ২৭.০৬৬৬৭° উত্তর ৯৪.৫০০০০° পূর্ব / 27.06667; 94.50000
স্থাপিতজুলাই, ১৯৯৬

বড়দৈবাম বিলমুখ পাখি উদ্যান (অসমীয়া: বৰদৈবাম বিলমুখ পক্ষী উদ্যান) হচ্ছে আসামের ঘিলামরা গোগামুখ পথের সংযোগকারী ঢকুয়াখানা ও ধেমাজি জেলার সীমান্তবর্তী বরদৈবাম নামক স্থানে অবস্থিত একটি পাখি উদ্যান। এই উদ্যানে বিভিন্ন ধরনের পাখির সমাগম থাকা সত্বেও বসন্ত ঋতুতে এখানে বিভিন্ন পাখির আগমন দেখা যায়। বরদৈবাম পাখি উদ্যানটি পক্ষি উদ্যানরুপে স্বীকৃতি পাওয়া অসমের দ্বিতীয় পাখি উদ্যান।

ভৌগোলিক অবস্থান

বরদৈবাম বিলমুখ পাখি উদ্যান সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০-৫৫মিটার উচ্চতায় অবস্থিত। ১৯৫০ সালের ভূমিকম্পের সময় বিলটি উৎপত্তি হয়। ভূমিকম্পের কম্পন প্রবল হওয়ায় শোবনশিরি নদী দিক পরিবর্ত্তন করার ফলে বিলটির সৃষ্টি হয়। বিলটি ধেমাজী থেকে ৫০কি.মি. ও উত্তর লখিমপুর থেকে প্রায় ৪৫ কি.মি. দূরত্বে অবস্থিত। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের জন্য এটি একটি মনোরম স্থান।[]

জলবায়ু

অঞ্চলটির জলবায়ু আর্দ্র ক্রান্তিয়। বার্ষিক বৃটিপাতের পরিমাণ ২০০০মিমি। েএখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস।[]

উদ্ভিদ

বরদৈবাম বিলমুখ পাখি উদ্যানে সাধারনতঃ তৃণ ও জলজ উদ্ভিদ দেখা যায়।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Maps of India.com"। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৪ 
  2. http://north-lakhimpur.assamonline.in/About/Tourism/Bordoibam-Bilmukh-Wildlife-Sanctuary.aspx[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!