দত্ত একটি ভারতীয় উপমহাদেশের একটি পদবি যা প্রধানত বাঙালি, পাঞ্জাবি, হরিয়ানভি এবং অসমীয়া দের মধ্যে দেখা যায়। সংস্কৃত ভাষা অনুসারে দত্ত মানে যা প্রদান করা হয়েছে। এইটি আবার হিন্দু দেবতা দত্তাত্রেয়-র ওপর নাম। বিশেষ করে এই ধরনের পদবী ব্যবহার করতে দেখা যায় সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রভাবশালী এই সুখাইড় জমিদার বাড়ির জমিদারদের আদিপুরুষ মহারাজা মহামানিক্য দত্ত।
[১] যেমন>১-মহারাজা মহামানিক্য দত্ত,২-বিষ্ণুচরন দত্ত,৩-শিবরাম দত্ত,৪-জয়ধর দত্ত,৫-রাজধর দত্ত।
দত্তবংশ
তথ্যসূত্র
২. সুখাইড় জমিদার বাড়ি