আসাম রাইফেলস হচ্ছে ভারতের একটি অর্ধ-সামরিক বাহিনী; এটি একটি সীমান্তরক্ষী পদাতিক বাহিনী যেটার সদস্যরা ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে। ভারত যখন ব্রিটিশ শাসনাধীন তখন এই আসাম রাইফেলসের গোঁড়াপত্তন ঘটে ক্যাচার লেভি নামে। তখন থেকে এই বাহিনীর নাম পরিবর্তিত হতে থাকে বিভিন্ন নামে, ১৮৩৫ সালের ক্যাচার লেভি ১৮৮৩ সালে আসাম ফ্রন্টিয়ার পুলিশ নামে পরিবর্তিত হয়। ১৮৯১ সালে নাম হয় আসাম মিলিটারি পুলিশ, ১৯১৩ সালে এটার নাম হয় ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম মিলিটারি পুলিশ। ১৯১৭ সালে এর সর্বশেষ নাম হয় আসাম রাইফেলস যে নাম এখনো বিদ্যমান। প্রথম বিশ্বযুদ্ধে আসাম রাইফেলস মধ্যপ্রাচ্য এবং ইউরোপে যুদ্ধ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি বার্মা অভিযানে অংশ নিয়েছিলো। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে আসাম রাইফেলসের মধ্যে ভারতীয়করণ শুরু হয়ে যায়। বর্তমানে আসাম রাইফেলসে ৪৩টি পদাতিক ব্যাটেলিয়ন রয়েছে এবং মোট সৈন্য আছে ৬০,০০০-এর কিছু বেশি।
এই বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রক (ভারত) দ্বারা পরিচালিত হয় যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় (ভারত)-এরও কিছু কাজ থাকে কারণ আসাম রাইফেলসে ভারতীয় সেনাবাহিনী থেকে কর্মকর্তারা ডেপুটেশনে আসেন। ব্যাটেলিয়ন পর্যায়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেঃ কর্নেল এবং সেক্টর পর্যায়ে কর্নেল পদবী পর্যন্ত কর্মকর্তারা নিয়োগ পান আর রাইফেলস সদর দপ্তরে ক্যাপ্টেন থেকে সর্বোচ্চ লেঃ জেনারেল পদমর্যাদার কর্মকর্তা থাকেন, লেঃ জেনারেল রাইফেল বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ