ডিফু (Pron:ˈdɪfu:) (অসমীয়া: ডিফু) হচ্ছে ভারতের অসমের কার্বি আংলং জেলার সদরদপ্তর। ডিমাছা ভাষায় ডিফুর শাব্দিক অর্থ হচ্ছে "সাদা জল "। মধ্যযুগে ডিমাছা রাজত্বে এটি গুরুত্বপূর্ণ নগর ছিল। পাশের শহরগুলোর লোকের জন্য এই ছোট শহরটি একটি পাহাড়ি পর্যটন স্টেশন।
ডিফু অবস্থিত ২৫°৫০′ উত্তর ৯৩°২৬′ পূর্ব / ২৫.৮৩° উত্তর ৯৩.৪৩° পূর্ব / 25.83; 93.43 অক্ষাংশ ও দ্রাঘিমাংশে।[২] এই স্থান সমুদ্র সমতল গড় ১৮৬ মিটার (৬১০ ফুট) উচ্চতায় অবস্থিত।
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!