সোণাই-রূপাই অভয়ারণ্য (অসমীয়া: সোণাই ৰূপাই অভয়াৰণ্য) অসমের শোণিতপুর জেলাতে অবস্থিত একটি বন্যপ্ৰাণী অভয়ারণ্য। এই বন্যপ্রাণ অভয়ারণ্যের আয়তন ১৭৫ কিমি২.[১][২]
অবস্থান
তেজপুর শহর থেকে প্রায় ৮০ কিমি দূরে ১৭৫ বর্গকিমি বনভূমি নিয়ে বিরাজ করছে সোণাই রূপাই বন্যপ্রাণ অভয়ারণ্য। এই জংগলের পশ্চিমে রাওতা সংরক্ষিত বনভূমি।[৩]
জীববৈচিত্র্য
এখানে উল্লেখযোগ্য বন্যপ্রাণ হলও বাংলা বাঘ, বুনো মহিষ, প্যারা হরিণ ও পিগমি হগ।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
আরও দেখুন
|
---|
জাতীয় উদ্যান | | |
---|
অভয়ারণ্য | |
---|
প্রস্তাবিত অভয়ারণ্য | |
---|
পাখি উদ্যান | |
---|