মারাট লংরি অভয়ারণ্য |
---|
|
অবস্থান | আসাম, ভারত |
---|
নিকটবর্তী শহর | ডিফু |
---|
আয়তন | ৪৫১ [১] |
---|
কর্তৃপক্ষ | পরিবেশ ও বন বিভাগ, আসাম |
---|
মারাট লংরি অভয়ারণ্য (অসমীয়া: মাৰাট লংৰি অভয়াৰণ্য) আসামের কার্বি আংলং স্বায়ত্ব শাসিত পরিষদের অন্তর্গত। ধনশিরি-লাংডিং হস্তি প্রকল্পের এটি উল্লেখযোগ্য অংশ।
ভৌগোলিক বিবরণ
মারাট লংরি অভয়ারণ্যের আয়তন প্রায় ৪৫১ বর্গকি:মি:। এটি ডিফু রেল স্টেশন থেকে মাত্র ৮কি:মি: দূরত্বে অবস্থিত[২]।
জলবায়ু
শীতকালে উষ্ণতা ৬° সেলসিয়াস থেকে ১২° সেলসিয়াস পর্যন্ত ও গ্রীষ্মকালে উষ্ণতা ২৩° সেলসিয়াস থেকে ৩২° সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৪১৬মিমি[৩]।
জৈববৈচিত্র
প্রাণী
হাতি, বাংলা বাঘ, হরিণ, সজারু ইত্যাদি[২]।
পাখি
হাড়গিলা, তোতাপাখি ইত্যাদি।
সরিসৃপ
ফেঁটিসাপ, পাইথন, কচ্ছপ ইত্যাদি[২]।
আরও দেখুন
তথ্যসূত্র
|
---|
জাতীয় উদ্যান | | |
---|
অভয়ারণ্য | |
---|
প্রস্তাবিত অভয়ারণ্য | |
---|
পাখি উদ্যান | |
---|