মারাট লংরি বন্যপ্রাণ অভয়ারণ্য

মারাট লংরি অভয়ারণ্য
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল)
অবস্থানআসাম, ভারত
নিকটবর্তী শহরডিফু
আয়তন৪৫১ []
কর্তৃপক্ষপরিবেশ ও বন বিভাগ, আসাম

মারাট লংরি অভয়ারণ্য (অসমীয়া: মাৰাট লংৰি অভয়াৰণ্য) আসামের কার্বি আংলং স্বায়ত্ব শাসিত পরিষদের অন্তর্গত। ধনশিরি-লাংডিং হস্তি প্রকল্পের এটি উল্লেখযোগ্য অংশ।

ভৌগোলিক বিবরণ

মারাট লংরি অভয়ারণ্যের আয়তন প্রায় ৪৫১ বর্গকি:মি:। এটি ডিফু রেল স্টেশন থেকে মাত্র ৮কি:মি: দূরত্বে অবস্থিত[]

জলবায়ু

শীতকালে উষ্ণতা ৬° সেলসিয়াস থেকে ১২° সেলসিয়াস পর্যন্ত ও গ্রীষ্মকালে উষ্ণতা ২৩° সেলসিয়াস থেকে ৩২° সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৪১৬মিমি[]

জৈববৈচিত্র

প্রাণী

হাতি, বাংলা বাঘ, হরিণ, সজারু ইত্যাদি[]

পাখি

হাড়গিলা, তোতাপাখি ইত্যাদি।

সরিসৃপ

ফেঁটিসাপ, পাইথন, কচ্ছপ ইত্যাদি[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "National Wildlife Database: List of Protected Areas in India" (পিডিএফ)। Wildlife Institute of India। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!