ব্র্যানা আরও অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন; তন্মধ্যে রয়েছে ফরচুন্স অব ওয়ার (১৯৮৭), উডি অ্যালেনেরসেলেব্রিটি (১৯৯৮), ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট (১৯৯৯), দ্য রোড টু এল ডোরাডো (২০০০), এসএস নেতা রেইনহার্ড হেড্রিক চরিত্রে কনস্পাইরেসি (২০০১), হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস (২০০২), ওয়ার্ম স্প্রিংস (২০০৫), মেজর জেনারেল হেনিং ফন ট্রেস্কো চরিত্রে ভালকিরি (২০০৮), দ্য বোট দ্যাট রকড (২০০৯), ওয়ালান্ডার (২০০৮-২০১৬), স্যার লরন্স অলিভিয়ে চরিত্রে মাই উয়িক উইথ মেরিলিন (২০১১, যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন), এবং রয়্যাল নেভি কমান্ডার বোল্টন চরিত্রে যুদ্ধভিত্তিক থ্রিলার চলচ্চিত্র ডানকার্ক (২০১৭)।
তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল ডেড অ্যাগেইন (১৯৯১, এতে তিনি অভিনয়ও করেন), সোয়ান সং (১৯৯২, শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত), ম্যারি শেলিস ফ্রাঙ্কেনস্টাইন (১৯৯৪), দ্য ম্যাজিক ফ্লুট (২০০৬), স্লেউথ (২০০৭), অতিমানব চলচ্চিত্র থর (২০১১), মারপিটধর্মী থ্রিলার জ্যাক রায়ান: শ্যাডো রিক্রুট (২০১৪), লাইভ-অ্যাকশন চলচ্চিত্র সিন্ডরেলা (২০১৫), এবং রহস্যধর্মী মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস (২০১৭)।[১]
তিনি প্রামাণ্য ধারাবাহিক কোল্ড ওয়ার (১৯৯৮), বিবিসির প্রামাণ্য ধারাবাহিক ওয়াকিং উইথ ডাইনোসরস (১৯৯৯), ওয়াকিং উইথ বিস্টস (২০০১) এবং ওয়াকিং উইথ মনস্টার্স (২০০৫) এর বর্ণনাকারী হিসেবে কাজ করেন। ব্র্যানা পাঁচটি একাডেমি পুরস্কার ও পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তিনটি বাফটা পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে তিনি নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত হন এবং ২০১২ সালের ৯ই নভেম্বর তাকে নাইটহুডে ভূষিত করা হয়।[২] ২০১৮ সালের জানুয়ারি মাসে তার নিজ শহর বেলফাস্ট তাকে ফ্রিম্যান সম্মাননায় ভূষিত করে।[৩]