শেল্টন জ্যাকসন “স্পাইক” লি (জন্ম: ২০ মার্চ ১৯৫৭) হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা। তার প্রযোজনা সংস্থা ৪০ একর এন্ড অ্যা মিউল ফিল্মওয়ার্কস ১৯৮৩ সাল থেকে ৩৫টির বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছে।
লির চলচ্চিত্রগুলো সাধারণত জাতি সম্পর্ক, বর্ণবাদ, আধুনিক জীবনে মিডিয়ার প্রভাব, নগর অপরাধ, দারিদ্রতা এবং অন্যান্য রাজনৈতিক বিষয় সংশ্লিষ্ট। লি দুইটি অস্কার মনোনয়ন পেয়েছেন এবং বিভিন্ন পুরস্কার পেয়েছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো একটি এমি পুরস্কার, ২০১৩ সালের গিশ পুরস্কার[১][২] এবং ২০১৫ সালে একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার।[৩]