জর্জ রয় হিল
জন্ম (১৯২১-১২-২০ ) ২০ ডিসেম্বর ১৯২১মৃত্যু ২৭ ডিসেম্বর ২০০২(2002-12-27) (বয়স ৮১) মাতৃশিক্ষায়তন ইয়েল বিশ্ববিদ্যালয় পেশা চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক দাম্পত্য সঙ্গী লুইজা হর্টন (বি. ১৯৫১; বিচ্ছেদ. ১৯৭১) সন্তান ৪
জর্জ রয় হিল (ইংরেজি : George Roy Hill ; ২০ ডিসেম্বর ১৯২১ - ২৭ ডিসেম্বর ২০০২) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি পল নিউম্যান ও রবার্ট রেডফোর্ড অভিনেতা যুগলকে নিয়ে বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড (১৯৬৯) ও দ্য স্টিং (১৯৭৩) চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ। প্রথম চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[ ১]
তার নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল স্লটারহাউজ-ফাইভ , দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প , দ্য ওয়ার্ল্ড অব হেনরি অরিয়েন্ট , হাওয়াই , থরোলি মডার্ন মিলি , দ্য গ্রেট ওয়াল্ডো পেপার , স্ল্যাপ শট , ফানি ফার্ম , আ লিটল রোম্যান্স , এবং দ্য লিটল ড্রামার গার্ল ।
চলচ্চিত্র ও পুরস্কারের তালিকা
পরিচালক
প্রযোজক
লেখক
অভিনেতা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
জর্জ রয় হিল গৃহীত পুরস্কারসমূহ
১৯২৭–১৯৫০ ১৯৫১–১৯৭৫ ১৯৭৬–২০০০ ২০০১–বর্তমান
১৯৪৮–১৯৭৫ ১৯৭৬–২০০০ ২০০১–বর্তমান
সাধারণ জাতীয় গ্রন্থাগার শিল্প গবেষণা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক ডাটাবেজ অন্যান্য