ভিনসেন্ট মিনেলি

ভিনসেন্ট মিনেলি
Vincente Minnelli
জন্ম
লেস্টার অ্যান্টনি মিনেলি

(১৯০৩-০২-২৮)২৮ ফেব্রুয়ারি ১৯০৩
মৃত্যু২৫ জুলাই ১৯৮৬(1986-07-25) (বয়স ৮৩)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণনিউমোনিয়া
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া
জাতীয়তামার্কিন
অন্যান্য নামলেস্টার মিনেলি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২৮-১৯৭৬
দাম্পত্য সঙ্গীজুডি গারল্যান্ড (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৫১)
সন্তান২, লাইজা মিনেলি সহ

ভিনসেন্ট মিনেলি (ইংরেজি: Vincente Minnelli; ২৮ ফেব্রুয়ারি ১৯০৩ - ২৫ জুলাই ১৯৮৬)[] ছিলেন একজন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক। তিনি ধ্রুপদী মিট মি ইন সেন্ট লুই (১৯৪৪), জিজি (১৯৫৮), দ্য ব্যান্ড ওয়াগন (১৯৫৩) ও অ্যান আমেরিকান ইন প্যারিস (১৯৫১) চলচ্চিত্র পরিচালনার জন্য বিখ্যাত। জিজিঅ্যান আমেরিকান ইন প্যারিস চলচ্চিত্র দুটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করে এবং মিনেলি জিজি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি তার সময়ের কয়েকটি বিখ্যাত ও সুপরিচিত সঙ্গীতনাট্য পরিচালনার পাশাপাশি একাধিক হাস্যরসাত্মক ও মেলোড্রামাধর্মী চলচ্চিত্র নির্মাণ করেন।

তিনি ১৯৪৫ সালে অভিনেত্রী জুডি গারল্যান্ডকে বিয়ে করেন। ১৯৫১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের কন্যা অভিনেত্রী লাইজা মিনেলি[]

প্রারম্ভিক জীবন

মিনেলি ১৯০৩ সালের ২৮শে ফেব্রুয়ারি শিকাগো শহরে জন্মগ্রহণ করেন।[] জন্ম ও অভিসিঞ্চনকালে তার নামকরণ করা হয় লেস্টার অ্যান্টনি মিনেলি।[] তার পিতা ভিনসেন্ট চার্লস মিনেলি ছিলেন মিনেলি ব্রাদার্স টেন্ট থিয়েটারের সঙ্গীত পরিচালক। তার মাতা মারি এমিলি অদিল লেবিউ ছিলেন একজন অভিনেত্রী। তার মঞ্চনাম ছিল মিনা জেনাল। মিনেলি তার পিতামাতার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ, তাদের মধ্যে দুজন বয়ঃপ্রাপ্ত হওয়ার পূর্বেই মারা যায়।

কর্মজীবন

মঞ্চের অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণে আসা মিনেলি রচয়িতা-নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সর্বদাই তার মঞ্চের অভিজ্ঞতা চলচ্চিত্রে কাজে লাগাতেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কেবিন ইন দ্য স্কাই (১৯৪৩)-এ মঞ্চের প্রভাব দৃশ্যমান ছিল। এই চলচ্চিত্র নির্মাণের অল্পদিন পরে তিনি আই ডুড ইট উইথ রেড স্কেলটন[]মিট মি ইন সেন্ট লুই নির্মাণ করেন। মিট মি ইন সেন্ট লুই নির্মাণকালে তিনি অভিনেত্রী জুডি গারল্যান্ডের প্রেমে পড়েন। স্ট্রাইক আপ দ্য ব্যান্ড (১৯৪০) ছবির সেটে তাদের প্রথম পরিচয় হয়। বাসবি বার্কলি পরিচালিত এই ছবিটিতে গারল্যান্ড ও মাইকি রুনির একটি সঙ্গীতের দৃশ্যায়নের কাজ করেন মিনেলি। ১৯৪৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যা লাইজা মিনেলি একজন অভিনেত্রী ছিলেন। মিনেলি পরিবারের পিতা, মাতা ও সন্তান সকলেই অস্কার অর্জন করেন।[]

তথ্যসূত্র

  1. "Vincente Minnelli | American director"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  2. "Judy Garland & Vincente Minnelli: Muses, Lovers"দ্য রেডলিস্ট। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  3. "Vincente Minnelli"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  4. Church records, 1864–1929, Catholic Church. Notre Dame (Chicago, Illinois), Salt Lake City, Utah: Filmed by the Genealogical Society of Utah, 1990 FHL US/CAN Film 1704688।
  5. ক্রোদার, বসলি (১১ নভেম্বর ১৯৪৩)। "THE SCREEN; 'I Dood It,' a One-Man Comedy, the Same Being Red Skelton, With an Assist From Eleanor Powell, Opens at Paramount"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮ 
  6. Noted by Robert Osborne in an interview with Liza Minnelli, broadcast on TCM, December 11, 2010.

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!