রিকি জারভেজ

রিকি জারভেজ
Ricky Gervais
Gervais smiling
২০১০ সালে জারভেজ
জন্ম
রিকি ডিন জারভেজ

(1961-06-25) ২৫ জুন ১৯৬১ (বয়স ৬৩)
রিডিং, বার্কশায়ার, ইংল্যান্ড
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি কলেজ লন্ডন
কর্মজীবন১৯৮২–বর্তমান
সঙ্গীজেন ফ্যালন
(১৯৮২–বর্তমান)
কৌতুকাভিনয় কর্মজীবন
মাধ্যম
ধরন
ওয়েবসাইটrickygervais.com

রিকি ডিন জারভেজ (ইংরেজি: Ricky Dene Gervais - (/ərˈvz/; জন্ম ২৫ জুন ১৯৬১) হলেন একজন ইংরেজ স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ। তিনি ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিক দ্য অফিস (২০০১-২০০৩) রচনা ও এতে অভিনয়ের জন্য সর্বাধিক জনপ্রিয়।[] তিনি সাতটি বাফটা পুরস্কার, পাঁচটি ব্রিটিশ কমেডি পুরস্কার, দুটি এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুইবার রোজ দর অর্জন করেছেন এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি ২০০৭ সালে চ্যানেল ফোরের ১০০ সেরা স্ট্যান্ড-আপস তালিকায় ১১তম স্থান[] এবং ২০১০ সালে এর হালনাগাদকৃত তালিকায় ৩য় স্থান অধিকার করেন।[] ২০১০ সালে টাইম তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের তালিকায় অন্তর্ভুক্ত করে।[]

জারভেজ ১৯৯০-এর দশকের শেষভাগে স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি পাঁচটি বহুজাতিক স্ট্যান্ড-আপ সফর করেন এবং ফ্ল্যানিমেলস বই ধারাবাহিক রচনা করেন। জারভেজ, মার্চেন্ট এবং কার্ল পিলকিংটন দ্য রিকি জারভেজ শো নামে একটি পডক্যাস্ট তৈরি করেন। এর মাধ্যমে জারভেজ ও মার্চেন্টের প্রযোজনায় পিলকিংটনের অভিনয় সংবলিত বিভিন্ন স্পিন-অফ দেখা যায়। জারভেজ হলিউডের গোস্ট টাউননাইট অ্যাট দ্য মিউজিয়াম ত্রয়ী, ফর ইউর কনসিডারেশন, ও মাপেটস মোস্ট ওয়ান্টেড চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি দি ইনভেনশন অব লাইং চলচ্চিত্র এবং নেটফ্লিক্সের স্পেশাল করেসপন্ডেন্টস রচনা, পরিচালনা ও এগুলোতে অভিনয় করেন। তিনি ২০১০, ২০১১, ২০১২, ২০১৬ ও ২০২০ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার উপস্থাপনা করেন। জারভেজ গেম অনুষ্ঠান চাইল্ড সাপোর্ট-এও অভিনয় করেন। তিনি নেটফ্লিক্সের হাস্যরসাত্মক ধারাবাহিক আফটার লাইফ-এর নির্দেশক, নির্বাহী প্রযোজক, পরিচালক ও লেখক এবং তিনি এতে টনি জনসন নামে এর প্রধান চরিত্রে অভিনয় করছেন।

প্রারম্ভিক জীবন

রিকি ডিন জারভেজ[] ১৯৬১ সালের ২৫শে জুন বার্কশায়ারের রিডিং-এর ব্যাটল হাসপাতালে জন্মগ্রহণ করেন।[১০] তার পিতা লরেন্স রেমন্ড "জেরি" জারভেজ (১৯১৯-২০০২) একজন ফরাসি-কানাডীয়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বৈদেশিক দায়িত্ব পালনকালে অন্টারিওর পেইন কোর্ট থেকে যুক্তরাজ্যে অভিবাসিত হন এবং শ্রমিক ও চুবড়িবাহী হিসেবে কাজ করতেন।[১১] তার মাতা ইভা সোফিয়া (বিবাহপূর্ব হাউজ; ১৯২৫-২০০০) একজন ইংরেজ।[১২] তিনি ৭৪ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারের মারা যান।[১৩] রিকি রিডিং-এর উপশহর হুইটলিতে বেড়ে ওঠেন। তার দুই ভাই ল্যারি ও রবার্ট এবং এক বোন মার্শা।[১৪]

তথ্যসূত্র

  1. "10 Great Ricky Gervais Quotes On Life, God, And Humor" (ইংরেজি ভাষায়)। পিবিএইচ নেটওয়ার্ক। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  2. বিয়ার্ড, ম্যাথু (৯ নভেম্বর ২০১৬)। "Scientists find the perfect comedy face: Ricky Gervais"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  3. উল্‌ফ, আলেকসান্দ্রে (২৮ ফেব্রুয়ারি ২০১৪)। "Ricky Gervais: Satire, Celebrity and the Muppets"দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ইংরেজি ভাষায়)। ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  4. "Golden Globes: Ricky Gervais's 19 harshest insults"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৬। ১৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  5. "Ricky Gervais | Biography, TV Series, Movies, & Facts"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ১৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  6. "Episode 1.1 The 100 Greatest Stand-Ups 2007" (ইংরেজি ভাষায়)। Comedy.co.uk। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  7. "Episode 1.2 The 100 Greatest Stand-Ups 2010" (ইংরেজি ভাষায়)। Comedy.co.uk। ২৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  8. "Ricky Gervais The 2010 Time 100 Poll"টাইম (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১১। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  9. "Empire"এম্পায়ার (ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  10. "Ricky Gervais"টিভি গাইড (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  11. গর্ডন, ব্রায়নি (২৬ আগস্ট ২০১১)। "Ricky Gervais: Don't ask me the price of milk - I fly by private jet"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। লন্ডন। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  12. স্মোলেনিয়াক, মেগান (৮ এপ্রিল ২০১০)। "You Asked for It, Ricky Gervais!"হাফপোস্ট (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  13. ডোগারি, গিনি (৩ জুন ২০১০)। "Ricky Gervais in his most 'postmodern' interview ever"হাফপোস্ট (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 
  14. হ্যাঙ্কস, রবার্ট (২১ ডিসেম্বর ২০০২)। "Ricky Gervais: A lucky man lurks behind David Brent – but just who is he?"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!