২০২৩ ভাল্লেত্তা কাপ

২০২৩ ভাল্লেত্তা কাপ
তারিখ১২ জুলাই ২০২৩ – ১৬ জুলাই ২০২৩
তত্ত্বাবধায়কমাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক মাল্টা
বিজয়ী  সুইজারল্যান্ড (১ম শিরোপা)
রানার-আপ মাল্টা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৩
সর্বাধিক রান সংগ্রহকারীসুইজারল্যান্ড ফাহিম নাজির (২০৯)
সর্বাধিক উইকেটধারীমাল্টা ওয়াকার আফ্রিদি আহমদ (১০)
মাল্টা এলদোস ম্যাথিউ (১০)

২০২৩ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুলাই মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টে স্বাগতিক মাল্টার সঙ্গে অংশগ্রহণ করে ফ্রান্স, রোমানিয়া, লুক্সেমবুর্গসুইজারল্যান্ড[] টুর্নামেন্টের ম্যাচসমূহ মার্সা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[] এটি চিল ভাল্লেত্তা কাপের চতুর্থ আসর; ২০২২ সালে অনুষ্ঠিত পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল রোমানিয়া।[]

টুর্নামেন্টের ফাইনালে মাল্টাকে হারিয়ে বিজয়ী হয় সুইজারল্যান্ড।[]

দলীয় সদস্য

 ফ্রান্স[]  মাল্টা[]  রোমানিয়া[]  লুক্সেমবুর্গ[]   সুইজারল্যান্ড[]
  • নোমান আমজাদ (অধি.)
  • ইব্রাহিম জাবারখেল
  • উসমান খান
  • গুস্তাভ ম্যাককিওন
  • জাইন আহমদ
  • দাউদ আহমদজাই
  • প্রকাজন প্রভাকরন
  • মুকতার আলি গোলামি
  • রহমতউল্লাহ মংগল
  • রুহউল্লাহ মংগল
  • লিঙ্গেশ্বরন কানেসান (উই.)
  • শ্যাম বর্ণকুলসূর্য
  • সুবেন্দ্রন সন্ত্রকুমারন
  • হেভিট জ্যাকসন (উই.)
  • বরুণ তমোতরম (অধি.)
  • বিক্রম অরোরা (সহ-অধি.)
  • অশোক বিষ্ণোই
  • আফতাব আলম খান (উই.)
  • ইমরান আমির
  • এলদোস ম্যাথিউ
  • ওয়াকার আফ্রিদি আহমদ
  • ওয়াসিম আব্বাস
  • গোপাল ঠাকুর (উই.)
  • চঞ্চল সুদর্শনন (উই.)
  • জসপাল সিং
  • জসবিন্দর সিং
  • জাস্টিন সাজু
  • জিশান খান
  • জেইসন জেরোম
  • দর্শিত রাজেন্দ্রকুমার (উই.)
  • ফানিয়ান মুঘল
  • রমেশ সতীশন (অধি.)
  • আব্দুল শুকুর (উই.)
  • কোসমিন জাভোইউ
  • গৌরব মিশ্র
  • তরনজিৎ সিং
  • প্রথম হিংগোরাণী
  • বসু সাইনি
  • মনমীত কোলি
  • রাজেশ কুমার
  • লাউরেন্‌ৎসিউ গেরাসিম
  • লুকা পেত্রে
  • শান্তনু বশিষ্ট
  • শিবকুমার পেরিয়ালওয়ার (উই.)
  • সাত্বিক নাদিগোটলা (উই.)
  • সুদীপ ঠাকুর
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • বিক্রম বিঝ (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অনুপ ওরসু
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • ইলিয়াস জাবারখেল
  • উইলিয়াম কোপ (উই.)
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • মোহিত দীক্ষিত
  • শিব করণ সিং গিল
  • আলি নাইয়ার (অধি.)
  • অনিশ কুমার
  • অর্জুন বিনোদ
  • অশ্বিন বিনোদ
  • আফিফ খান খট্টক
  • আসাদ মাহমুদ
  • আহমেদ হাসান (উই.)
  • ইজহার হোসেন শিনওয়ারি
  • ওসামা মাহমুদ
  • কেনার্দো ফ্লেচার
  • ফাহিম নাজির
  • মুরালিধরন জ্ঞানশেখরন
  • মোহাম্মদ আবদুল্লাহ রানা

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  সুইজারল্যান্ড +১.১৭৪
 ফ্রান্স +১.২৮২
 মাল্টা (H) −০.০৭০
 লুক্সেমবুর্গ −০.২২৬
 রোমানিয়া −২.২৩৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  ফাইনালে উত্তীর্ণ
  বাছাই-এ উত্তীর্ণ
  ৪র্থ স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি

১২ জুলাই ২০২৩
১৬:১৫
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৩/৭ (২০ ওভার)
 মাল্টা
১২৩ (১৮.২ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৪৪ (২৫)
এলদোস ম্যাথিউ ৩/২৭ (৪ ওভার)
বরুণ তমোতরম ২৪ (১৭)
উসমান খান ৪/১৭ (৩.২ ওভার)
ফ্রান্স ৩০ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: সন্দীপ হারনাল (কানাডা) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান খান (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গোপাল ঠাকুর (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৭৪/৬ (২০ ওভার)
 মাল্টা
১৭৫/৪ (১৮.২ ওভার)
ইয়োস্ত মেস ৮৫ (৫১)
ওয়াকার আফ্রিদি আহমদ ৩/১৮ (৪ ওভার)
ফানিয়ান মুঘল ৫৬ (৩৭)
মোহিত দীক্ষিত ২/২৬ (৪ ওভার)
মাল্টা ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ইয়ান হিলহোর্স্ট (নেদারল্যান্ডস) ও জীবন কালু (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফানিয়ান মুঘল (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুলাই ২০২৩
১২:২৫
স্কোরকার্ড
রোমানিয়া 
১৩৪/৫ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৩৯/৪ (১৭.৪ ওভার)
সাত্বিক নাদিগোটলা ৪১ (৩৩)
ফাহিম নাজির ২/১৪ (৩ ওভার)
ফাহিম নাজির ৭৭* (৪৮)
মনমীত কোলি ২/২৪ (৩.৪ ওভার)
সুইজারল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাহিম নাজির (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম হিংগোরাণী (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ জুলাই ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৯১/৩ (২০ ওভার)
 রোমানিয়া
১০৩ (১৮.১ ওভার)
লিঙ্গেশ্বরন কানেসান ৮৯* (৫২)
শান্তনু বশিষ্ট ২/২৪ (৪ ওভার)
তরনজিৎ সিং ৪২ (১৭)
দাউদ আহমদজাই ৩/১১ (৪ ওভার)
ফ্রান্স ৮৮ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ভেংকটেশ শ্রীধর (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিঙ্গেশ্বরন কানেসান (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১১৮/৮ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১১৯/২ (১৫.৪ ওভার)
শিব করণ সিং গিল ৪৯ (৪৫)
মোহাম্মদ আবদুল্লাহ রানা ৩/২১ (৩ ওভার)
ওসামা মাহমুদ ৫৩* (৪০)
অমিত ধিংরা ১/২০ (৩ ওভার)
সুইজারল্যান্ড ৮ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওসামা মাহমুদ (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ আবদুল্লাহ রানা (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ জুলাই ২০২৩
১২:১৫
স্কোরকার্ড
মাল্টা 
১৮৭/৭ (২০ ওভার)
 রোমানিয়া
১৪৬/৯ (২০ ওভার)
জিশান খান ৯৮* (৫৮)
শান্তনু বশিষ্ট ৩/২৯ (৪ ওভার)
মনমীত কোলি ৩৩* (২২)
এলদোস ম্যাথিউ ৩/২৩ (৪ ওভার)
মাল্টা ৪১ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ইয়ান হিলহোর্স্ট (নেদারল্যান্ডস) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুকা পেত্রে (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ জুলাই ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৪৮/৪ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৫১/৪ (২০ ওভার)
উসমান খান ৫৯* (৩৭)
অনিশ কুমার ১/১৮ (৪ ওভার)
ফাহিম নাজির ৪৫ (৩১)
জাইন আহমদ ২/১৮ (২ ওভার)
সুইজারল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জীবন কালু (নেদারল্যান্ডস) ও ভেংকটেশ শ্রীধর (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাহিম নাজির (সুইজারল্যান্ড)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুলাই ২০২৩
০৮:৪০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৬২/৭ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৬৩/৩ (১৭.৩ ওভার)
বসু সাইনি ৪৬ (৩৯)
বিক্রম বিঝ ২/২৪ (৪ ওভার)
উইলিয়াম কোপ ৪৯ (২৬)
বসু সাইনি ১/১৫ (৩ ওভার)
লুক্সেমবুর্গ ৭ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও ভেংকটেশ শ্রীধর (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিক্রম বিঝ (লুক্সেমবুর্গ)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুলাই ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১৫৬/৯ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৫৭/৪ (১৬.২ ওভার)
জসপাল সিং ৫৮ (৩৭)
কেনার্দো ফ্লেচার ৪/২৪ (৪ ওভার)
ফাহিম নাজির ৬৩ (৪৪)
ওয়াকার আফ্রিদি আহমদ ২/৪৪ (৪ ওভার)
সুইজারল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেনার্দো ফ্লেচার (সুইজারল্যান্ড)
  • সুইজারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জসবিন্দর সিং (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ জুলাই ২০২৩
১৬:৩০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৮৭/৫ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৯১/৬ (১৮.৫ ওভার)
হেভিট জ্যাকসন ৪৮ (৩৭)
মোহিত দীক্ষিত ২/৩৪ (৪ ওভার)
অনুপ ওরসু ৫৮* (২৯)
দাউদ আহমদজাই ২/৩৭ (৩ ওভার)
লুক্সেমবুর্গ ৪ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অনুপ ওরসু (লুক্সেমবুর্গ)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ

বন্ধনী

  ৪র্থ স্থান নির্ধারণী
  লুক্সেমবুর্গ ১৪৯/৯ (২০)
  রোমানিয়া ১৫১/৩ (১৬.৩)

বাছাই ফাইনাল
      
 মাল্টা ১৬৪/৬ (২০)
  সুইজারল্যান্ড ১৬৬/৪ (১৮.১)
 ফ্রান্স ৭৮ (১৬.৩)
 মাল্টা ৮২/৩ (১০.১)

বাছাই

১৬ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
ফ্রান্স 
৭৮ (১৬.৩ ওভার)
 মাল্টা
৮২/৩ (১০.১ ওভার)
উসমান খান ১৮ (১৯)
ওয়াকার আফ্রিদি আহমদ ৫/১১ (৩.৩ ওভার)
ফানিয়ান মুঘল ৩৩* (৩৪)
রহমতউল্লাহ মংগল ১/১৪ (২.১ ওভার)
মাল্টা ৭ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াকার আফ্রিদি আহমদ (মাল্টা)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াকার আফ্রিদি আহমদ (মাল্টা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৪র্থ স্থান নির্ধারণী

১৬ জুলাই ২০২৩
১২:১৫
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৪৯/৯ (২০ ওভার)
 রোমানিয়া
১৫১/৩ (১৬.৩ ওভার)
টিমোথি বার্কার ৬৬ (৪০)
তরনজিৎ সিং ৩/২৪ (৪ ওভার)
বসু সাইনি ৯১* (৪৫)
মোহিত দীক্ষিত ১/৭ (২ ওভার)
রোমাানিয়া ৭ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ইয়ান হিলহোর্স্ট (নেদারল্যান্ডস) ও জীবন কালু (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: বসু সাইনি (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

১৬ জুলাই ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৬৪/৬ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১৬৬/৪ (১৮.১ ওভার)
আফতাব আলম খান ৩৩* (২৩)
মোহাম্মদ আবদুল্লাহ রানা ২/২১ (৩ ওভার)
অর্জুন বিনোদ ৬৭ (৪৪)
ওয়াসিম আব্বাস ৩/৩৪ (৪ ওভার)
সুইজারল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: অর্জুন বিনোদ (সুইজারল্যান্ড)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আফিফ খান খট্টক (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

চূড়ান্ত অবস্থান

অবস্থান দল
  সুইজারল্যান্ড
 মাল্টা
 ফ্রান্স
 রোমানিয়া
 লুক্সেমবুর্গ

তথ্যসূত্র

  1. "Malta Cricket to host back-to-back Mdina Cup and Valletta Cup in July"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  2. "Valletta Cup T20Is 2023 to begin on July 12 - watch live streaming in India"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৩ 
  3. "Valletta Cup T20I 2023: Full squads, Fixtures & Preview: All you need to know"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৩ 
  4. "Switzerland win Valletta Cup in Malta"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩ 
  5. "FC vous présente la sélection de l'équipe de France masculine qui sera en tournée à Malte du 10 au 16 juillet 2023 pour les tournois Mdina cup T20I (France, Malte et Luxembourg) et Valletta cup T20I (France, Suisse, Roumanie, Malte, Luxembourg)😃"ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "10 - 16 July ● Marsa Sports Club ● Malta" (পিডিএফ)ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  7. "📣 Squad Announcement! 📣"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Tournament schedule announced for Valleta Cup, Malta"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!