২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়।[ ১] টুর্নামেন্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[ ২]
টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক বাছাইপর্বে অগ্রসর হয় মার্কিন যুক্তরাষ্ট্র ।[ ৩] [ ৪]
দলীয় সদস্য
আর্জেন্টিনা [ ৫]
কানাডা [ ৬]
ব্রাজিল [ ৭]
মার্কিন যুক্তরাষ্ট্র [ ৮]
অ্যালিসন স্টকস (অধি. )
ভেরোনিকা ভাসকেস (সহ-অধি.)
অ্যালিসন প্রিন্স
আলবের্তিনা গালান
আলিনা এম্চ
কাতালিনা গ্রেলোনি
কোনস্তানসা সোসা
তামারা বাসিলে
নারা পাত্রোন ফুয়েন্তেস (উই. )
মারিয়া কাস্তিনিয়েইরাস
মারিয়ানা মার্তিনেস
মালেনা লোয়ো (উই. )
লুসিয়া টেলর
হুলিয়েতা কালেন
দিব্যা সাক্সেনা (অধি. )
অমরপাল কৌর (সহ-অধি.)
অচিনি পেরেরা
কাইনাত কাজি
কৃমা কাপাডিয়া
ড্যানিয়েল ম্যাকগেহি
নিকোল গ্যালাগার
বিজয়ানী ভিথানাগে
মানত হুন্দল
রবজ্যোত রাজপুত
রিয়া মিশ্র (উই. )
সানা জাফর (উই. )
সানিয়া জিয়া
হাবিবা বদর (উই. )
রোবের্তা মোরেত্তি (অধি. )
লিন্ডসে ভিলাস বোয়াস (সহ-অধি.) (উই. )
আনা ক্লারা সাবিনো
এভেলিন মুলার
কারোলিনা নাসিমেন্তো
নিকোল মোন্তেইরো
মায়ারা ব্রুনা
মারিআন আর্তুর
মারিয়া এদুয়ার্দা রিবেইরো
মারিয়া সিলভা
মোনিকে রুফিনো মাশাদো (উই. )
রেনাতা জি সোউজা
লরা আগাথা
লাউরা কারদোসো
সিন্ধু অশোক (অধি. ) (উই. )
গীতিকা কোডালি (সহ-অধি.)
অদিতি চুড়াসমা
আনিকা কোলান (উই. )
ঈশানী বাগেলা
উজমা ইফতিখার
ওনিকা ওয়ালারসন
গার্গী ভোগলে
চেতনা রেড্ডি
জীবন লি আরাস
জেসিকা বিলত্গমুব
দিশা ধিংরা
রিতু সিং
সুহানি তদনী
মার্কিন যুক্তরাষ্ট্র দলে চেতনা প্রসাদ, লাস্যা মুল্লপুড়ি ও স্নিগ্ধা পালকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[ ৮]
পয়েন্ট তালিকা
মূল বাছাইপর্বে উত্তীর্ণ
সূচি
ব
দিশা ধিংরা ৬৩* (৫২) মারিয়ানা মার্তিনেস ১/২৩ (৪ ওভার)
মারিয়ানা মার্তিনেস ১২ (২০) ঈশানী বাগেলা ৪/৭ (৪ ওভার)
আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
অদিতি চুড়াসমা, চেতনা রেড্ডি ও জেসিকা বিলত্গমুব (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
অমরপাল কৌর ৩০* (৩৯) লাউরা কারদোসো ২/১৬ (৩ ওভার)
রোবের্তা মোরেত্তি ১৪ (৩৬) মানত হুন্দল ৩/১৪ (৪ ওভার)
কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
অমরপাল কৌর, ড্যানিয়েল ম্যাকগেহি, বিজয়ানী ভিথানাগে, মানত হুন্দল ও রিয়া মিশ্র (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
মানত হুন্দল প্রথম কানাডীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
রোবের্তা মোরেত্তি ২৫ (৪৬) চেতনা রেড্ডি ৩/৪ (২ ওভার)
ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
দিব্যা সাক্সেনা ৬৪ (৫২) অ্যালিসন স্টকস ২/২০ (৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ১৯ (৩০) অমরপাল কৌর ৪/১ (২.৪ ওভার)
আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
নিকোল গ্যালাগার ও রবজ্যোত রাজপুত (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
রিতু সিং ৩৭ (১৬) অমরপাল কৌর ৩/৩০ (৪ ওভার)
কাইনাত কাজি ২৪ (২২) অদিতি চুড়াসমা ১/২০ (৪ ওভার) ঈশানী বাগেলা ১/২০ (৪ ওভার)
ব
রোবের্তা মোরেত্তি ৪৭* (৫৮) অ্যালিসন প্রিন্স ১/১৪ (৩ ওভার)
অ্যালিসন প্রিন্স ৮* (১৪) লিন্ডসে ভিলাস বোয়াস ৩/৬ (২ ওভার)
আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
ড্যানিয়েল ম্যাকগেহি ৪৮ (৪৫) নিকোল মোন্তেইরো ২/২৬ (৪ ওভার)
লাউরা কারদোসো ২০ (২৪) অমরপাল কৌর ৪/৪ (৩ ওভার)
ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
আনিকা কোলান ৪৮ (৬০) আলবের্তিনা গালান ২/১৯ (৪ ওভার)
মারিয়া কাস্তিনিয়েইরাস ১৮ (১৮) গীতিকা কোডালি ২/৩ (২ ওভার)
আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
জীবন লি আরাস (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
দিব্যা সাক্সেনা ৩৪ (৩৩) অ্যালিসন স্টকস ৪/২৪ (৪ ওভার)
মারিয়া কাস্তিনিয়েইরাস ২২ (২৯) অমরপাল কৌর ৩/১০ (৪ ওভার)
কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
কারোলিনা নাসিমেন্তো ১৮ (২৬) রিতু সিং ৪/৩ (৩ ওভার)
ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
মারিয়ানা মার্তিনেস ২১ (৩২) কারোলিনা নাসিমেন্তো ২/৬ (৪ ওভার)
লরা আগাথা ২৮* (৫৪) কোনস্তানসা সোসা ১/১২ (২ ওভার)
ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
দিশা ধিংরা ৫৮ (৫০) সানিয়া জিয়া ২/১৬ (৩ ওভার)
রিয়া মিশ্র ৩১ (৩৭) ঈশানী বাগেলা ৪/১৬ (৪ ওভার)
কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
মে ২০২৩ জুন ২০২৩ জুলাই ২০২৩ আগস্ট ২০২৩ সেপ্টেম্বর ২০২৩ চলমান প্রতিযোগিতা