২০২৩ জার্সি নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর |
---|
|
|
|
---|
|
নেদারল্যান্ডস |
জার্সি |
---|
তারিখ |
২৪ আগস্ট ২০২৩ – ২৫ আগস্ট ২০২৩ |
---|
অধিনায়ক |
হেদার সিখারস |
ক্লোয়ি গ্রিশান |
---|
|
ফলাফল |
৩ ম্যাচের সিরিজে নেদারল্যান্ডস ২–০ ব্যবধানে জয়ী |
---|
সর্বাধিক রান |
হেদার সিখারস (১০৯) |
ট্রিনিটি স্মিথ (২৬) |
---|
সর্বাধিক উইকেট |
হানা লান্ডহের (৪) |
ক্লোয়ি গ্রিশান (৩) এরিন ডাফি (৩) |
---|
জার্সি নারী ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ উট্রেখ্টের মার্স্খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হয়।[২] সিরিজ শুরুর আগে উভয় দল তিনটি ১০ ওভারের ম্যাচের একটি সিরিজেও অংশগ্রহণ করে।[৩] টি২০আই সিরিজে নেদারল্যান্ডস ২–০ ব্যবধানে জয়ী হয়।
দলীয় সদস্য
নেদারল্যান্ডস[৪]
|
জার্সি[৫]
|
- হেদার সিখারস (অধি.) (উই.)
- ইরিস স্ভিলিং
- ইসাবেল ফন ডের ভোনিং
- এভা লিঞ্চ
- কারলাইন ফন কোলভাইক
- কারোলিনা ডে লাংঅ
- ফিবি মোলক্যবুর
- ফেনা ফেরমেরা (উই.)
- ফ্রেডেরিক ওফেরডাইক
- বাবেট ডে লেডা (উই.)
- মিকি স্ভিলিং
- মেরেল ডেকেলিং
- রোবিনা রাইকা
- হানা লান্ডহের
|
- ক্লোয়ি গ্রিশান (অধি.)
- আনালিস মেরিট
- এইমি এইকেনহেড
- এরিন গুজ
- এরিন ডাফি
- গ্রেস ওয়েদারঅল
- জর্জিয়া ম্যালেট (উই.)
- ট্রিনিটি স্মিথ
- ফ্লোরেন্স তঁগি
- মারিয়া দা রোশা
- মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
- রোজম্যারি বোলি
- শার্লট মাইলস (উই.)
- সোফিয়া হ্যানসন
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
|
ব
|
|
ইরিস স্ভিলিং ৫২ (৫৬) এরিন ডাফি ২/৩১ (৪ ওভার)
|
|
ট্রিনিটি স্মিথ ২৪ (২৯) হানা লান্ডহের ৩/১০ (৪ ওভার)
|
নেদারল্যান্ডস ৬৯ রানে জয়ী মার্স্খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্ট আম্পায়ার: জাক ভেস্টারবের্খ (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস) ম্যাচ সেরা খেলোয়াড়: ইরিস স্ভিলিং (নেদারল্যান্ডস)
|
- নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রোজম্যারি বোলি (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
|
ব
|
|
ইরিস স্ভিলিং ৩৮ (৩৭) আনালিস মেরিট ১/১৮ (৩ ওভার)
|
|
এরিন ডাফি ২৩ (২৭) মেরেল ডেকেলিং ২/১৫ (২ ওভার)
|
নেদারল্যান্ডস ৫০ রানে জয়ী মার্স্খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্ট আম্পায়ার: পিম ফন লিম্ট (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস) ম্যাচ সেরা খেলোয়াড়: ইরিস স্ভিলিং (নেদারল্যান্ডস)
|
- জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফেনা ফেরমেরা (নেদারল্যান্ডস)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
|
ব
|
|
হেদার সিখারস ৮৮ (৫৯) ক্লোয়ি গ্রিশান ২/২৭ (৪ ওভার)
|
|
|
ফলাফল হয়নি মার্স্খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্ট আম্পায়ার: পিম ফন লিম্ট (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
|
- জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
মে ২০২৩ | |
---|
জুন ২০২৩ | |
---|
জুলাই ২০২৩ | |
---|
আগস্ট ২০২৩ | |
---|
সেপ্টেম্বর ২০২৩ | |
---|
চলমান প্রতিযোগিতা | |
---|
|