২০২৩ এসিসি নারী টি২০ উদীয়মান দল এশিয়া কাপ

২০২৩ এসিসি নারী টি২০ উদীয়মান দল এশিয়া কাপ
২০২৩ এসিসি নারী টি২০ উদীয়মান দল এশিয়া কাপের লোগো
তারিখ১২ জুন ২০২৩ – ২১ জুন ২০২৩
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরন২০ ওভার, টোয়েন্টি২০, টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক হংকং
বিজয়ী ভারত এ (১ম শিরোপা)
রানার-আপ বাংলাদেশ এ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ভারত শ্রেয়াংকা পাতিল
সর্বাধিক রান সংগ্রহকারীবাংলাদেশ মুর্শিদা খাতুন (৫৯)
সর্বাধিক উইকেটধারীভারত শ্রেয়াংকা পাতিল (৯)

২০২৩ এসিসি নারী টি২০ উদীয়মান দল এশিয়া কাপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুন মাসে হংকং-এ অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টে অংশগ্রহণ করে একদিনের আন্তর্জাতিক মর্যাদাধারী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চারটি এশীয় সদস্যের এ দল ও এশীয় অঞ্চলের সেরা চারটি সহযোগী সদস্যের জাতীয় দল।[] টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় ছিল এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)।[]

টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ এ দলকে পরাজিত করে বিজয়ী হয় ভারত এ।[]

দলসমূহ

টুর্নামেন্টে নিম্নলিখিত দলসমূহ অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে টুর্নামেন্টে থাইল্যান্ড এ দলের অংশগ্রহণের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে দলটি নিজেদের নাম প্রত্যাহার করে নিলে নেপালকে দলটির স্থলাভিষিক্ত করা হয়।[]

দলীয় সদস্য

   নেপাল[] পাকিস্তান এ[] বাংলাদেশ এ[] ভারত এ[]  মালয়েশিয়া[১০] শ্রীলঙ্কা এ[১১]  সংযুক্ত আরব আমিরাত[১২]  হংকং[১৩]
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • অপ্সরী বেগম
  • অস্মিনা কর্মাচার্য
  • ইন্দু বর্মা
  • ঈশ্বরী বিষ্ট
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • কৃতিকা মরাসিনী
  • জ্যোতি পান্ডে (উই.)
  • বিন্দু রাওয়াল
  • সমঝনা খড্‌কা
  • সরস্বতী চৌধুরী কুমারী
  • সীতা রানা মগর
  • ফাতিমা সানা (অধি.)
  • আনোশা নাসির
  • আইমান ফাতিমা
  • গুল ফিরোজা
  • গুল রুখ
  • লুবনা বেহরাম
  • নাজিহা আলভি (উই.)
  • নাতালিয়া পারভেজ
  • সাদাফ শামাস
  • শাওয়াল জুলফিকার
  • সৈয়দা আরুব শাহ
  • তুবা হাসান
  • উম্মে হানি
  • ইউসরা আমির
  • শ্বেতা সেহরাওয়াত (অধি.)
  • সৌম্য তিওয়ারি (সহ-অধি.)
  • উমা ছেত্রী (উই.)
  • কণিকা আহুজা
  • কাশবী গৌতম
  • গোংগড়ি তৃষা
  • তিতাস সাধু
  • দিনেশ বৃন্দা
  • পার্শবী চোপড়া
  • বরেড্ডি অনূষা
  • মন্নত কাশ্যপ
  • মমতা মাড়িওয়ালা (উই.)
  • মুসকান মালিক
  • শোভাদণ্ডী যশশ্রী
  • শ্রেয়াংকা পাতিল
  • মাস এলিসা ইয়াসমিন (অধি.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম (সহ-অধি.)
  • আইনা নাজওয়া (উই.)
  • আমালিন সোরফিনা
  • আয়েশা এলিসা
  • ইউসরিনা বিনতে ইয়াকুব
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ক্রিস্টিনা ব্যারেট (উই.)
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল
  • মুসফিরাহ নুর আইনা
  • সুয়াবিকা মণিবণ্ণন
  • সত্যা সন্দীপনি (অধি.)
  • মালশা শেহানি (সহ-অধি.)
  • ইমেশা দুলানি
  • উমেষা তিমাষিনী
  • কৌষিনী নুত্যাংগনা (উই.)
  • থারিকা সেব্বন্দি
  • দেবমি বিহঙ্গা
  • নিমেষা মদুশানি
  • নিলক্ষণা সন্দমিনি (উই.)
  • পিযুমি বৎসলা
  • বিশমি গুণরত্নে
  • মদুশিকা মেথতানন্দ
  • রশ্মি দে সিলভা
  • সচিনি নিশংসলা
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইশা রোহিত (সহ-অধি.) (উই.)
  • অবনী সুনীল পাতিল
  • অর্চনা সুপ্রিয়া
  • ইন্দুজা নন্দকুমার
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • জুডিট ক্লিটাস (উই.)
  • তীর্থ সতীশ (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রিনিতা রজিত
  • সঞ্চিন সিং (উই.)
  • সামাইরা ধরণীধরকা
  • সিয়া গোখালে
  • চেন জিয়াইং (অধি.)
  • নাতাশা মাইলস (সহ-অধি.)
  • ইকরা সাহার
  • এলিসা হাবার্ড
  • চেন জিয়ামিন
  • ঝাং শাওইং (উই.)
  • ডরোথিয়া চেন
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • মেরিনা ল্যামপ্লাও
  • রুচিতা ভেংকটেশ
  • লাই ইংচি
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)

পাকিস্তান এ দলে আম্বার কাইনাত, দুআ মাজিদ, ফাতিমা খান ও রামিন শামিমকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪]

গ্রুপ পর্ব

গ্রুপ এ

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
ভারত এ +৫.৪২৫
পাকিস্তান এ +০.৪৫০
   নেপাল −০.৪৫০
 হংকং (H) −৫.৪২৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

১৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
পাকিস্তান এ
৮৭ (১৯.২ ওভার)
   নেপাল
৭৮/৬ (২০ ওভার)
শাওয়াল জুলফিকার ২৮ (৩৬)
ইন্দু বর্মা ৩/৬ (৩ ওভার)
কবিতা কুনওয়ার ২০ (৩২)
সৈয়দা আরুব শাহ ২/১৬ (৪ ওভার)
পাকিস্তান এ ৯ রানে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কবিতা কুনওয়ার (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
হংকং 
৩৪ (১৪ ওভার)
ভারত এ
৩৮/১ (৫.২ ওভার)
মারিকো হিল ১৪ (১৯)
শ্রেয়াংকা পাতিল ৫/২ (৩ ওভার)
গোংগড়ি তৃষা ১৯* (১৩)
চেন জিয়ামিন ১/১৫ (২ ওভার)
ভারত এ ৯ উইকেটে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: আফিয়া আমিন (পাকিস্তান) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্রেয়াংকা পাতিল (ভারত)
  • ভারত এ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
পাকিস্তান এ
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৫ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভারত এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: সলিমা পিরওয়ানি (পাকিস্তান) ও হুমায়রা ফারাহ (পাকিস্তান)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৭ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: বৃন্দা রাঠি (ভারত) ও হুমায়রা ফারাহ (পাকিস্তান)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৭ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
পাকিস্তান এ
ভারত এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

গ্রুপ বি

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
বাংলাদেশ এ +৪.৮৫০
শ্রীলঙ্কা এ +০.০৯০
 সংযুক্ত আরব আমিরাত ০.০০০
 মালয়েশিয়া −৩.৯৬৯

  নকআউট পর্বে উত্তীর্ণ

সূচি

১২ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৯৫ (১৯.৩ ওভার)
শ্রীলঙ্কা এ
৯৬/৭ (১৯.৫ ওভার)
ইশা রোহিত ৩৯ (৩০)
মদুশিকা মেথতানন্দ ৪/১৬ (৩.৩ ওভার)
বিশমি গুণরত্নে ২১ (৩২)
ইশা রোহিত ২/১০ (৪ ওভার)
শ্রীলঙ্কা এ ৩ উইকেটে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও নুর হিজরাহ (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মদুশিকা মেথতানন্দ (শ্রীলঙ্কা এ)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ এ
১৪৮/৬ (২০ ওভার)
 মালয়েশিয়া
৫১/৮ (২০ ওভার)
মুর্শিদা খাতুন ৫৭* (৪৪)
আয়েশা এলিসা ২/২০ (৪ ওভার)
আইনা হামিজাহ বিনতে হাশেম ১৩* (৩১)
রাবেয়া খান ২/৭ (৩ ওভার)
বাংলাদেশ এ ৯৭ রানে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: গায়ত্রী বেণুগোপালন (ভারত) ও সলিমা পিরওয়ানি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুর্শিদা খাতুন (বাংলাদেশ এ)
  • বাংলাদেশ এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ এ
শ্রীলঙ্কা এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: আফিয়া আমিন (পাকিস্তান) ও গায়ত্রী বেণুগোপালন (ভারত)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৪ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৩৪/৬ (৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৩৫/৫ (৪.৫ ওভার)
ইউসরিনা বিনতে ইয়াকুব ৯ (৫)
বৈষ্ণবী মহেশ ৩/১০ (২ ওভার)
ছায়া মুঘল ৮* (৫)
মাহিরা ইজ্জতি বিনতে ইসমাইল ৩/১১ (২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও নিমালি পেরেরা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বৈষ্ণবী মহেশ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৫ ওভারে খেলা হয়।

১৬ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: নিমালি পেরেরা (শ্রীলঙ্কা) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

১৬ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: সলিমা পিরওয়ানি (পাকিস্তান) ও সাথিরা জাকির (বাংলাদেশ)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

নকআউট পর্ব

বন্ধনী

  সেমিফাইনাল ফাইনাল
                 
এ১   ভারত এ  
বি২   শ্রীলঙ্কা এ  
    এ১   ভারত এ ১২৭/৭ (২০)
  বি১   বাংলাদেশ এ ৯৬ (১৯.২)
বি১   বাংলাদেশ এ ৫৯/৭ (৯)
এ২   পাকিস্তান এ ৫৩/৪ (৯)  

সেমিফাইনাল

১ম সেমিফাইনাল

১৯ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ভারত এ
শ্রীলঙ্কা এ
ম্যাচ পরিত্যক্ত
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: সলিমা পিরওয়ানি (পাকিস্তান) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করার জন্য সংরক্ষিত দিন (২০ জুন ২০২৩) ব্যবহার করা হয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় সেমিফাইনাল

১৯ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ এ
৫৯/৭ (৯ ওভার)
পাকিস্তান এ
৫৩/৪ (৯ ওভার)
নাহিদা আক্তার ২১ (১৬)
ফাতিমা সানা ৩/১০ (২ ওভার)
আইমান ফাতিমা ১৮ (১৫)
রাবেয়া খান ২/১৩ (২ ওভার)
বাংলাদেশ এ ৬ রানে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: গায়ত্রী বেণুগোপালন (ভারত) ও নিমালি পেরেরা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাহিদা আক্তার (বাংলাদেশ এ)
  • বাংলাদেশ এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করার জন্য সংরক্ষিত দিন (২০ জুন ২০২৩) ব্যবহার করা হয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৯ ওভারে খেলা হয়।

ফাইনাল

২১ জুন ২০২৩
১১:৩০
স্কোরকার্ড
ভারত এ
১২৭/৭ (২০ ওভার)
বাংলাদেশ এ
৯৬ (১৯.২ ওভার)
দিনেশ বৃন্দা ৩৬ (২৯)
নাহিদা আক্তার ২/১৩ (৪ ওভার)
নাহিদা আক্তার ১৭* (২২)
শ্রেয়াংকা পাতিল ৪/১৩ (৪ ওভার)
ভারত এ ৩১ রানে জয়ী
তিয়েন গুয়াং সড়ক বিনোদন মাঠ, কাউলুন
আম্পায়ার: নিমালি পেরেরা (শ্রীলঙ্কা) ও হেমাঙ্গী ইয়ের্জাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কণিকা আহুজা (ভারত এ)
  • ভারত এ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

  1. "Hong Kong to host the Asian Cricket Council Women's T20 Emerging Teams Asia Cup in June 2023"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৩ 
  2. "Hong Kong to host the Asian Cricket Council Women's T20 Emerging Teams Asia Cup in June 2023"এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩ 
  3. "Asian Cricket Council announces new pathway structure and calendar for 2023 & 2024"এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ 
  4. "Ahuja and Patil star as India A win Women's Emerging Teams Asia Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৩ 
  5. "Nepal to compete in ACC Women's Emerging Asia Cup after Thailand's withdrawal"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  6. @CricketNep (৯ জুন ২০২৩)। "🎉🌟 Congrats to the incredible women of Nepal's squad for the Women's Emerging Teams Asia Cup 2023! 🇳🇵🏏 Sending our warmest wishes for a successful tournament. Shine bright and make your country proud! 💪🙌" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "Fatima Sana to captain Pakistan in emerging women's T20 Asia Cup"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩ 
  8. "Bangladesh Emerging Women's Team announced"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩ 
  9. "BCCI announces India 'A' (Emerging) squad for ACC Emerging Women's Asia Cup 2023"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  10. "🏏 ACC Emerging Teams Asia Cup 2023 Malaysia Women's Squad"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  11. "Women's Emerging Teams Asia Cup 2023 | Sri Lanka Squad"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ 
  12. "UAE women's squad for ACC Emerging Asia Cup announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৩ 
  13. "Hong Kong Squad Announcement for ACC Women's Emerging Teams Asia Cup 2023"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৩ 
  14. "Fatima Sana confident of a good show in ACC Women's Emerging Teams Asia Cup"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!